Subscribe To Our Youtube Channel

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.



Wednesday, September 27, 2017

Pagla Dance Dubmash


Thursday, September 14, 2017

The Autopsy of Jane Doe: শ্বাসরুদ্ধকর একটি ক্লাসিক হরর মুভি


একটু চিন্তা করতে চেষ্টা করুন।

ধরুন আপনি একটি বদ্ধ জায়গার মধ্যে আটকা পরেছেন এবং সেই জায়গাটি হচ্ছে আন্ডারগ্রাউন্ডে অবস্থিত কোন একটি শক্ত প্রাচীরের মধ্যে। আপনার সাথে দ্বিতীয় কোন মানুষ যেখানে নেই। কিন্তু কিছুক্ষণ পর আপনি অনুভব করতে লাগলেন যে আপনার সাথে সেখানে দ্বিতীয় কোন ব্যাক্তির উপস্থিতি না থাকলেও কিছু একটা আছে সেখানে আপনার সাথে। যার অস্তিত্ব আপনি অনুভব করতে পারছেন ঠিকই কিন্তু তাকে আপনি দেখতে পারছেন না, তার নিশ্বাস নেবার শব্দ আপনি শুনতে পারছেন কিন্তু তাকে স্পর্শ করার মতো ক্ষমতা আপনার নেই। ভয় পেয়ে ছুটে সেখান থেকে ছুটে বের হতে চাইছেন কিন্তু পরক্ষণেই আপনি আবিষ্কার করলেন যে বাহিরে প্রচণ্ড ঝড়বৃষ্টি হবার কারণে এই বদ্ধ জায়গাটি থেকে বের হবার একমাত্র দরজাটিও গাছের গুড়ি ভেঙে পরে আটকে গিয়েছে। আপনি চিরতরে সেই বদ্ধ জায়গাটিতে আটকা পরেছেন এবং যেখানে আপনি একা নন। কিছু একটা আছে আপনার সাথে সেখানে, কেউ একজন আছে………এবং সে ধীরে ধীরে এগিয়ে আসছে আপনার দিকে……এগিয়ে আসছে আপনার………

উপরের বিবরণ পরে ইতিমধ্যে অনেকেই হয়তো বুঝে ফেলেছেন যে মুভিটি নিয়ে আমি লিখতে চলেছি সেটি কিছুটা Survival এবংTrapped থিম নিয়ে নির্মিত। ভূতের গল্প তো কম বেশি সবাই আমরা শুনতে পছন্দ করি কিন্তু সর্বসাধারণের কাছে যদি একটি প্রশ্ন করা হয় যে কোন ধরণের গল্পের প্রতি আপনার আকর্ষণ বেশি তাহলে খুব কম করে হলেও বেশ কিছু মানুষজনই কিন্তু বলবে যে আমার লাশকাটা ঘর নিয়ে কাহিনী শুনতে ভালো লাগে। আমাদের দেশের দুই প্রখ্যাত ঔপন্যাসিক মুহম্মদ জাফর ইকবাল এবং হুমায়ূন আহমেদ স্যারও এই Contextএর উপর ভিত্তি করে বেশ কিছু ছোট গল্প লিখে গিয়েছেন। তবে একেবারে পুরো একটি ছবির ব্যাকগ্রাউন্ড যে লাশকাটা ঘর কিংবা মর্গের উপর নির্মিত হতে পারে সেটি আমার আগে জানা ছিল না। মুভিটি দেখার পর রীতিমত কিছুক্ষণের জন্য হলেও পুরোপুরিভাবে Stuck হয়ে ছিলাম আমি। আর সেই কারণেই আজ অনেকদিন পর আবারো আমার লিখতে বসা।

মুভিটির নাম The Autopsy of Jane Doe.

মুভিটির কাহিনী শুরু হয় একটি Police Investigation দিয়ে যেখানে কিনা দেখা যায় ইংল্যান্ডের ছোট্ট একটি County তে বেশ রহস্যজনক ভাবে একই পরিবারের সব মানুষজনের হত্যাকাণ্ড ঘটে। প্রাথমিকভাবে পুলিশ এর কোন ব্যাখ্যা দাঁড় করাতে না পারলেও পরবর্তীতে Crime Scene এর আলামত দেখে তারা নিশ্চিত হয় যে এই পরিবারের কোন সদস্যই আত্মহত্যা করে নি। তার উপর এই ঘটনার রেশ কাটতে না কাটতেই Forensic Department এর লোকজন বাড়ির Basement এ কোনভাবে মাটি চাপা দেয়া অবস্থায় ১৮ ১৯ বছর বয়সী এক যুবতী মেয়ের লাশ খুঁজে পায় যে কিনা এই পরিবারের সদস্য নয়। বাকি সবকিছু পর্যালোচনা করে তারা এও বুঝতে পারে ঘটনার সময় বাড়িটিতে বাহির থেকে কোনভাবে Forced Entryকরা হয় নি। মুভিটির Opening Scene টি আরো জোরালো হয় যখন লাশটিকে দেখতে পেয়ে এক মহিলা Sheriff এই উক্তিটি করেন,

“There are no signs of forced entry and the victims seemed to be trying to escape the house instead.”

পরবর্তীতে দেখা যায় যে Coroner Tommy Tilden এবং তার ছেলে Austin খুবই বিচক্ষণতার সাথে তাদের নিজেদের তৈরি মর্গে একটি আগুনে পুড়ে যাওয়া মৃতদেহের পোস্টমর্টেম করতে থাকে।Tommy এই পেশার সাথে প্রায় কয়েক যুগ ধরে নিযুক্ত থাকার কারণে সে খুব সূক্ষ্মভাবে লাশটির Cause of Death কিংবা COD ধরে ফেলতে সক্ষম হয় এবং ঠিক সেই মুহূর্তে Sheriff সেই বাড়িতে খুঁজে পাওয়া মেয়েটির লাশটি নিয়ে মর্গে হাজির হয়। Tommy এবং তার ছেলে Austin বংশপরম্পরায় এই পেশার সাথে নিযুক্ত থাকার কারণে তারা দুজনেই Sheriff এর বেশ বিশ্বস্ত ছিল। ছোট শহরে এরকম একটি অজ্ঞাত মেয়ের লাশ পাবার কারণে Sheriff বেশ তোপের মধ্যে পরে যায় এবং Tommy কে সে অনুরোধ করে কাল সকালের মধ্যে যেন তারা এই লাশটির Cause of Death বের করে দেয় আর তা না হলে সে বেশ বিপদে পরে যাবে। Tommy রাজি হয় এবং Sheriffবের হয়ে যাবার প্রায় সঙ্গে সঙ্গেই সে এবং তার ছেলে Austin লাশটির ময়নাতদন্ত কিংবা Autopsy করতে শুরু করে। সে রাতে বাহিরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিলো কিন্তু লাশকাটা ঘরটি তাদের বাড়ির আন্ডারগ্রাউন্ডে অবস্থিত হবার কারণে বাহিরের দুর্যোগপূর্ণ আবহাওয়াকে অনেকটা উপেক্ষা করেই তারা দুজনে মিলে লাশটির Autopsy করতে থাকে। এবং সেই সাথে সাথে শুরু হয় অদ্ভুত সব ঘটনা। এমন সব ঘটনা কিংবা আলামত তারা দেখতে শুরু করে যা কিনা এক নিমিষে একজন মানুষের সারা জীবনের বিশ্বাসকে নড়বড় করে দিতে পারে। আর সেই সাথে তারা বুঝতে পারে যে সাধারণ কোন লাশের গায়ে তারা হাত দেয় নি। তাহলে……কি এমন আছে সেই লাশের মধ্যে….দুজনেই রীতিমত হন্যে হয়ে সেই উত্তর খুঁজে বের করার চেষ্টা করতে থাকে। কারণ সেই উত্তরের সাথে জড়িয়ে আছে তাদের জীবন অথবা মৃত্যু। আর পুরো কাহিনীটির মোড় ঘুরে যায় তখনই।

মুভিটি পরিচালনা করেছেন নরওয়ের পরিচালক André Øvredal. এটি এই পরিচালকের দ্বিতীয় ফিচার ফিল্ম। খুব সল্প পরিসরে বানানো এই মুভিটিতে Actual Horror Suspense এর ফীল তিনি যেভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন তা বেশ প্রশংসাযোগ্য। মুভিটি দেখে আপনি ভয়ের পাশাপাশি কিছুটা Thriller এরও স্বাদ পাবেন কেননা মুভিটির চিত্রনাট্য কিছুটা ফাস্ট আর অনেকটা Revealing Theme এর বেসিসে এগিয়েছে। মুভিটির সবচেয়ে বড় Positive দিক হচ্ছে মুভিটি শুরু হবার প্রায় সাথে সাথেই এর কাহিনী বেশ জমিয়ে ফেলা হয়। তাই আশা করি সল্প পরিসরের মুভি বলে দেখতে গিয়ে অন্তত বিরক্ত হবেন না। মুভিটির গল্প লিখেছেন যৌথভাবে Ian Goldberg এবংRichard Naing.

মুভিটিতে অভিনয় করেছেন The Girl Next Door এবং Into the Wild ক্ষ্যাত তারকা Emile Hirsch. ছবিটির Tommy Tildenএর চরিত্রে অভিনয় করেছেন Brian Cox. পরিচালক André Øvredal এর মতে পুরো মুভিটিতে সবচাইতে চ্যালেঞ্জিং Characterছিল Jane Doe চরিত্রে অভিনয় করা অভিনেত্রী Olwen Kellyএর। পর্যাপ্ত পরিমাণ মেডিটেশন এর অভিজ্ঞতা থাকায় Olwen Kellyতার শরীরের Movement এবং শ্বাস প্রশ্বাস পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছিলেন চরিত্রটিতে অভিনয় করতে গিয়ে। মুভিটির একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন Game of Thrones এরRoose Bolton ক্ষ্যাত তারকা Michael McElhatton. চরিত্রটি কোনটি সেটি বলে আর Spoiler করলাম না।

এখন আসা যাক Jane Doe এর প্রসঙ্গে। আমেরিকা, কানাডা এবং ইংল্যান্ডের বেশ কিছু অঞ্চলে প্রাথমিকভাবে অজ্ঞাত পরিচয়ের কোন ব্যাক্তিকে Doe হিসেবে চিহ্নিত করা হয়। পুরুষদের বেলায় সেটি হয়John Doe, মহিলাদের বেলায় Jane Doe এবং বাচ্চাদের বেলায় একে Janie Doe হিসেবে ধরা হয়। এর সবচাইতে বেশি চর্চা হয় বিভিন্ন মর্গ এবং হাসপাতালগুলোতে অজ্ঞাত পরিচয়ের লাশের বেলায়। মুভিটিতে বেশ সফলতার সাথে এই Concept টিকে কাজে লাগানো হয়েছে। মুভিটির ব্যাকগ্রাউন্ড মিউজিকের দায়িত্বে ছিলেন  Danny Bensi এবং Saunder Jurriaans. মুভিটির মিউজিকও আপানাকে পদে পদে শিহরিত করতে বেশ সাহায্য করবে।

এখন আসি আসল কথায়। মুভিটি R-Rated মুভি। বুঝতেই পারছেন কাটা ছেড়ার দৃশ্য যথেষ্ট পরিমাণে আছে এই মুভিতে। এসব যারা দেখতে পারেন না, কিংবা দেখতে চান না তাদের জন্য এই মুভিটি না দেখাই ভালো। আগেও বলেছি মুভিটি সল্প পরিসরে সল্প কিছু চরিত্র নিয়ে বানানো একটি মুভি। আবদ্ধ পরিসর হবার কারণে মুভিটি দেখতে গিয়ে অনেকে কিছুটা চাপও অনুভব করতে পারেন। তার পাশাপাশি ভয় তো আছেই।

মুভিটি নির্মিত হয়েছে IM Global এর ব্যানারে। Distribution এর দায়িত্বে ছিল IFC Midnight. মুভিটি মুক্তি পায় গত ৯ সেপ্টেম্বার, ২০১৬ তে।

তো আরকি। শীতের শেষ তো প্রায় চলে এসেছে। এই শীতের রাতের হিম হিম আবহাওয়ায় যদি কেউ মুভিটি দেখতে চান তাহলে আর দেরি না করে বসে পরুন।

⇒মুভিটির ট্রেইলার দেখুন এখান থেকে।

Watch Trailer

ফুল মুভি ডাউনলোড  করুন এখান থেকে

Download Movie

Saturday, September 9, 2017

তালাশ- দ্য এন্সার লাইস উইদিন

আমির খান অভিনীত ও রিমা কাগতি পরিচালিত “তালাশ- দ্য এন্সার লাইস উইদিন” একটি সাইকোথ্রিলার মুভি। এই মুভিতে দেখানো হয়, কিভাবে একটি গাড়ি দুর্ঘটনা একজন অভিনেতার জীবনের এক রহস্য উন্মোচন করে, যে ঘটনাটি ঘটেছিল ৩ বছর আগে। যার সাথে জড়িয়ে আছে ৩ বন্ধু এবং ১ জন কল গার্ল। আমির খান এখানে ইন্সপেক্টর সুজন শেখাওয়াতের চরিত্রে অভিনয় করেন, যিনি এই রহস্য ভেদ করেন।

 

House of the Disappeared: একটি মানুষখেকো বাড়ির গল্প


                                   ★ মুভি রিভিউ ★

আজ আমি আপনাদের সামনে আমার দেখা এই বছরের অন্যতম একটি কোরিয়ান মুভির রিভিউ নিয়ে এসেছি। কোরিয়ান মুভি হয়তো হলিউডের মুভির মতন খুব বেশি দেখা হয়না, তবে কোন মুভির প্রশংসা শুনলে সেটি দেখে নেবার চেষ্টা করি।
তাহলে, শুরু করা যাক।

—>>> House of the Disappeared <<<—

প্রথমে মুভির প্লট নিয়ে আলোচনা করা যাক। মুভির প্রথম দৃশ্য দেখানো হয়, একজন বেহুঁশ অবস্থা থেকে জেগে উঠা মা তার ছেলের নাম ধরে অবিরামভাবে ডেকে যাচ্ছেন। তারপর ছেলেকে খুঁজতে খুঁজতে সে যখন তাদের বাড়ির চিলেকোঠায় এসে পৌঁছায়, সেখানে নিজের স্বামীকে রক্তাক্ত অবস্থায় আবিষ্কার করেন। আর এরপর প্রায় সাথে সাথেই খুব আশ্চর্যজনক ভাবে তার ছেলে তার নিজের চোখের সামনে একটি দরজার ভিতর দিয়ে হারিয়ে যেতে দেখেন অতল গহবরে। অভাগিনী সদ্য বিধবা স্ত্রী ও ছেলেহারা পাগলপ্রায় মায়ের ভূমিকা পালনের আগেই তাকে স্বামী হত্যার দায়ে পুলিশ এসে গ্রেপ্তার করে নিয়ে যায়। মহিলা সেদিন কোনকিছুতেই কোন প্রতিক্রিয়া দেখাননি, মুখ ফুটে কোন প্রতিবাদ করেননি। কারণ ছেলের রহস্যজনক ভাবে উধাও হয়ে যাওয়া তার অন্তরকে প্রায় পাথরে পরিণত করে। তারপর শুরু তার অপেক্ষার প্রহর গোনা।জেল থেকে বেরিয়ে এসে নিজের সন্তানকে ফিরে পাবার আশায় দিন গুণতে শুরু করেন তিনি। আর এভাবেই মুভির গল্প আগাতে থাকে দারুণ রহস্যাবৃত ভৌতিক গল্পের আবরণে।

এবার মুভি নিয়ে আমার নিজের মতামত বলি। মুভি যখন প্রথম দেখতে বসি, আমার শতভাগ ধারণা ছিলো, মুভিটি পুরোপুরি নিটোল ভৌতিক গল্প। কিন্তু যতো সময় পার হচ্ছিলো, শুধু ভূত-প্রেতই নয়, মুভির কিছু চরিত্রের, কিছু জলজ্যান্ত মানুষের আচরণের প্রতিও সন্দেহ জাগা শুরু হওয়াতে মুভিতে ভিন্ন মাত্রার রোমাঞ্চের আনাগোনা অনুভব করতে থাকি। তারপর একদম শেষের দিকে মুভির কাহিনী যা দেখানো হলো, তাতে মুভির শুরুর দিকে গল্পের সাথে অনেক পার্থক্য খুঁজে পেলাম। মানে, আপনি প্রথমে যা ভেবে অথবা মুভির গল্প নিয়ে যা ধারণা করে মুভি দেখতে বসবেন মুভির সমাপ্তি ঠিক তেমনটি হবেনা। তাই বলে কথা দিতে পারছি, এতে আপনি নিরাশ হবেন না। বরং এমন করে মুভির গল্পের ঘুরে অন্যদিকে মোড় নেওয়াতে বেশ ভালোই লাগবে। মুভি দেখে আর একটা জিনিস আমি নিজে উপলব্ধি করলাম, "মা" মানে মা। সেটি দুনিয়ার যে দেশেরই মা ই হোক না কেন। হয়তো, অন্য কোন গ্রহে প্রাণের অস্তিত্ব থাকলে সেখানের মায়েরাও এমনই হয়ে থাকে।
মুভির অভিনয়শিল্পী দের কথা যদি বলি, তাহলে মা চরিত্রে যিনি অভিনয় করেছেন, তিনি তো পুরা অস্থির ছিলেন। এছাড়া শিশু শিল্পী দু'জনকে আমার বেশ ভালো লেগেছে। পুরোহিত চরিত্রে যিনি অভিনয় করেছেন, তার সাবলীল অভিনয়ও মুভিতে অত্যন্ত কার্যকরী ভূমিকা রেখেছে। দুঃখিত, আমি কোরিয়ান অভিনয়শিল্পীদের তেমন চিনি না।

কোরিয়ান মুভিগুলোতে আলাদা এক ধরণের মাদকতা থাকে, এই মুভিও এর ব্যতিক্রম ছিলো না। দর্শকদের টানার জন্য যা যা দরকার, সব উপাদানই ছিলো মুভিতে। আমি মুভিটা আমাদের এই সময়ের বিশিষ্ট বাংলা সাবমেকার Fuad Anas Ahmed এর বাংলা সাব দিয়ে দেখেছি। উনার সুগঠিত ও সাবলীলভাবে তৈরি বিসাব মুভিকে আরো উপভাগ্য করে তুলেছিলো।আপনারাও সাবসিনে এই বিসাব পাবেন।

তাহলে আর দেরী না করে, আজ রাতেই দেখে ফেলুন। আর মুভির দেখার পর গুগলে গিয়ে মুভির প্লটের ও সমাপ্তি নিয়ে বিস্তারিত রিভিউ পড়ে নিতে পারেন। ধন্যবাদ 😊।

Original Name: Hangul
Release Date: April 5, 2017
Genre: Horror, Thriller,Mystery
Running Time:100 minutes

Friday, September 8, 2017

The Conjuring 2 (Full HD Movie Download)

The Conjuring এর সিক্যুয়েল হিসেবে একটু হতাশ করলেও এড আর লরেন ওয়ারেন হিসেবে প্যাট্রিক উইলসন আর ভেরা ফারমিগার আকর্ষণের কখনোই কমতি হবেনা। তাই চার সন্তানকে নিয়ে বিপদে পড়া এক অসহায় মা কীভাবে রেহাই পেল অশুভ শক্তি থেকে থেকে বাঁচাতে এড আর লরেন তাঁদের নতুন অভিযান চালান নিউ ইংল্যান্ডে। এদিকে লরেন তাঁর মানসিক ক্ষমতায় টের পেয়ে যান এডের ওপর ঘনিয়ে আসা বিপদ। 

লরেন কীভাবে অমিতিভিলের ঘটনা থেকে ক্লু নিয়ে তাদের নিজেদের পিছে লেগে থাকা পিশাচকে দূর করল, তা জানতে হলে Conjuring 2 দেখতেই হবে। 


Download Here

প্রতিবছর এ প্রশ্নগুলো থেকে কোনো না বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বাংলা অংশে প্রশ্ন এসে থাকে,,,,,

প্রতিবছর এ প্রশ্নগুলো থেকে কোনো না বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বাংলা অংশে প্রশ্ন এসে থাকে,,,,,
৫০০টি প্রশ্ন উত্তরসহঃ
১) ভাষার মূল উপাদান – ধ্বনি
২) আভরণ শব্দের অর্থ – অলংকার
৩) মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন
এখানে কিংবা – বিয়োজক অব্যয়
৪) ঢাকের কাঠি বাগধারার অর্থ –
তোষামুদে
৫) বাবুর্চি – তুর্কি শব্দ
৬) শুদ্ধ বানান – মূর্ধন্য
৭) চীনা শব্দ – চা, চিনি
৮) ভাষায় সর্বনাম ব্যবহারের উদ্দেশ্য
– বিশেষ্যের পুনরাবৃত্তি দূর করা
৯) সন্ধির প্রধান সুবিধা – উচ্চারণে
১০) কর্মভোগ এড়ানো যায় না এখানে
কর্ম অর্থ – কৃতকর্ম
১১) তুমি না বলেছিলে আগামীকাল
আসবে? এখানে না – প্রশ্নবোধক
অর্থে
১২) পাবক শব্দের সমার্থ – অগ্নি
১৩) মৃন্ময়ী যে উপন্যাসের নায়িকা –
সমাপ্তি
১৪) তুমি যাও – অনুজ্ঞা
১৫) সঠিক যে টি – পথের দাবী
( উপন্যাস)
১৬) আত্নঘাতি বাঙালী – নীরদচন্দ্র
চৌধুরীর গ্রন্থ
১৭) চতুরঙ্গ পত্রিকার সম্পাদক – হুমায়ুন
কবির
১৮) রবীন্দ্রনাথের রচনা – চতুরঙ্গ
১৯) আবোল তাবোল কার – সুকুমার রায়
২০) ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা
বিভাগের প্রধান ছিলেন – উইলিয়াম
কেরি
২১) প্রত্যয়গতভাবে শুদ্ধ – উৎকর্ষতা
২২) অমিত্রাক্ষর ছন্দের বৈশিষ্ট্য –
অন্তমিল থাকেনা
২৩) চাঁদ – তদ্ভব শব্দ
২৪) পুণ্যে মতি হোক এখানে পুণ্যে –
বিশেষ্য
২৫) তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি
বাড়েনি – যৌগিক বাক্য
২৬) আনারস, চাবি – পর্তুগিজ শব্দ
২৭) শুদ্ধ বানান – নির্নিমেষ
২৮) বাংলা ভাষায় যতি চিহ্নের
প্রচলন করেন – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
২৯) সংশয় এর বিপরীত শব্দ – প্রত্যয়
৩০) ইহলোকে যা সামান্য নয় – আলোক
সামান্য
৩১) শশী ও কুমুদ চরিত্র দুটি – পুতুল
নাচের ইতিকথার
৩২) ভাষায় সাহিত্যের গাম্ভীর্য ও
আভিজাত্য প্রকাশ পায় – সাধু ভাষায়
৩৩) রাত্রির সমার্থক নয় – বারিদ
৩৪) ব্রজবুলি হলো – মৈথিলি ভাষার
একটি উপভাষা
৩৫) অভিধানে আগে বসবে – চাঁটি
শব্দি
৩৬) গাহি সাম্যের গান, ধরণীর হাতে
দিল যারা আনি ফসলের ফরমান –
নজরুলের সাম্যবাদী কবিতার লাইন
৩৭) অভিনিবেশ শব্দের অর্থ –
মনোযোগ
৩৮) সঠিক বাক্য – আমার কথাই
প্রমাণিত হলো
৩৯) সন্ধ্যায় সূর্য অস্ত যায় – নিত্যবৃত্ত
অতীত
৪০) সাধুরীতির বৈশিষ্ট্য – সর্বনাম ও
ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি
মেনে চলে।
বাংলাদেশ ব্যাংক এডি ২০১৩, ২০১৪
১) ঢাক ঢাক গুড় গুড় বাগধারার অর্থ –
গোপন রাখার প্রয়াস
২) কোনটি পরিচ্ছদ – শিমুল
৩) যৌগিক বিশোষণের উদাঃ –
পন্ডিত জনোচিত উক্তি
৪) প্রত্যয়ান্ত শব্দ – পিপাসা
৫) কোন ত্রয়ীবানান শুদ্ধ – মুমূর্ষু,
সংঘর্ষ, বিমর্ষ
৬) কোনটি অঙ্গ ভূষণ – মেখলা
৭) Transliteration এর পরিভাষা –
প্রতিবর্ণীকরন
৮) শেক্সপীয়রের টেমিং অব দি শ্রু
বাংলা অনুবাদ করেন – মুনীর চৌধুরী
৯) পদাবলীর রচয়িতা – রবীন্দ্রনাথ
ঠাকুর
১০) এক জাতীয় নয় – তনয়
১১) শামসুর রাহমানের গদ্য গন্থ –
স্মৃতির শহর
১২) তুলনাজ্ঞাপক শব্দ – প্রমিত
১৩) লোকটা যে পিছনে লেগেই
রয়েছে, কী বিপদ!! এখানে কী –
বিরক্তি বোঝায়
১৪) বুদ্ধদেব বসু সম্পাদিত পত্রিকা –
কবিতা
১৫) সমার্থক নয় – মরৎ
১৬) The window panes steamed up এর
বাংলা – জানালার কাচ ঝাপসা হয়ে
গেল
১৭) হাসি ও ব্যঙ্গের নজরুল কাব্য –
পুবের হাওয়া
১৮) সমাস গঠিত শব্দ – নরপুঙ্গর ( দ্বন্দ্ব
সমাস)
১৯) যৌবন এর বিপরীত শব্দ – জরা
২০) ছেমড়া শব্দটি – সংস্কৃত
২১) দহন কাল উপন্যাস এর জন্য বাংলা
একাডেমী সাহিত্য পুরস্কার ২০১২ পদক
পান – হরিশংকর
জলদাস
২২) জাফর ইকবালের প্রথম প্রকাশিত
সায়েন্স ফিকশন – কপোট্রনিক সুখ
দুঃখ ( ১৯৭৬)
২৩) চাচা কাহিনীর লেখক – সৈয়দ
মুজতবা আলী
২৪) সোনালী কাবিন কাব্যের রচয়িতা
– আল মাহমুদ
২৫) তোমাকে পাওয়ার জন্য হে
স্বাধীনতা পংক্তিটির রচনা করেন –
শামসুর রাহমান
২৬) শুব্দ বানান – মুমূর্ষু
২৭) যে নারী প্রিয় কথা বলে –
প্রিয়ংবদা
২৮) দশানন কোন সমাস – বহুব্রীহি
২৯) Executive – এর পরিভাষা –
নির্বাহী
৩০) পর্যালোচনা এর সন্ধি বিচ্ছেদ –
পরি + আলোচনা
৩১) মেধাবী শব্দের প্রকৃতি প্রত্যয় –
মেধা + বিণ
৩২) গোঁফ খেজুরে অর্থ – নিতান্ত অলস
৩৩) অন্ধজনে দেহ আলো এখানে
অন্ধজনে কারক বিভক্তি – সম্প্রদানে
৭মী
৩৪) পৃথিবী শব্দের প্রতিশব্দ নয় –
বারি
৩৫) কচ্ছপের কামড় বাগধারার অর্থ –
নাছোড় বান্দা
৩৬) লাঠা লাঠি – বহুব্রীহি সমাস
৩৭) ভুল প্রতিশব্দ – ইচ্ছা-
পরশ্রীকাতরতা
৩৮) ঠাকুরমার ঝুলি কি জাতীয় সংকলন
– রুপকথা
৩৯) সৌম্য এর বিপরীত – উগ্র
৪০) জীবন্মৃত এর ব্যাসবাক্য – জীবিত
থেকেও যে মৃত
বাংলাদেশ ব্যাংক এডি ২০১১, ২০১২
১) আপদ এর বিপরীত শব্দ – সম্পদ
২) ভূত এর বিপরীত শব্দ – ভবিষ্যৎ
৩) শান্ত এর বিপরীত শব্দ – অনন্ত
৪) কৃতঘ্ন এর বিপরীত শব্দ – কৃতজ্ঞ
৫) অশুদ্ধ বাক্য – সর্বদা পরিস্কৃত
থাকিবে
৬) শুদ্ধ বাক্য – তুমি কি ঢাকা যাবে??
৭) শুদ্ধ বাক্য – রহিমা পাগল হয়ে
গেছে
৮) শুদ্ধ বাক্য – বুনো ওল, বাঘা তেতুল
৯) বায়ু শব্দের সমার্থক শব্দ – বাত
১০) চাঁদ এর সমার্থক শব্দ – নিশাপতি
১১) সমুদ্র শব্দের সমার্থক – পাথার
১২) রাজা শব্দের সমার্থক – নরেন্দ্র
১৩) জল শব্দের সমার্থক শব্দ – অম্বু
১৪) কৌমুদির প্রতিশব্দ নয় – নলিনী
১৫) অরুন এর প্রতিশব্দ নয় – বিজলী
১৬) নিকেতন এর প্রতিশব্দ নয় – তোয়
১৭) রামা এর প্রতিশব্দ নয় – সুত
১৮) শিক্ষককে শ্রদ্ধা কর। এখানে
শিক্ষককে – সম্প্রদান ৭ মী বিভক্তি
১৯) পৌরসভা কোন সমাস – ৬ষ্ঠী
তৎপুরুষ সমাস
২০) অর্ক এর প্রতিশব্দ নয় – অনিল
২১) কোনটি সঠিক – আপাদমস্তক
২২) দশানন কোন সমাস – বহুব্রীহি
সমাস
২৩) ভূত এর বিপরীত শব্দ – ভবিষ্যত
২৪) রক্ত করবী – নাটক
২৫) বসুমতী শব্দের সমার্থক – ধরিত্রী
২৬) পরার্থ শব্দের অর্থ – পরোপকার
২৭) যে নারী প্রিয় কথা বলে –
প্রিয়ংবদা
২৮) সাত সাগরের মাঝি কাব্য – ফররুখ
আহমেদ এর
২৯) বৃষ্টি এর সন্ধি বিচ্ছেদ – বৃষ+তি
৩০) রবীন্দ্রনাথের রচনা নয় – বিষের
বাঁশী
৩১) গুরুজনে ভক্তিকর এখানে গুরুজনে –
কর্মকারক
৩২) বনফুল যার ছদ্মনাম – বলাইচাঁদ
মুখোপাধ্যায়
৩৩) surgeon এর পরিভাষা – শল্য
চিকিৎসক
৩৪) হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন
কার কবিতার লাইন – মাইকেল মধুসূদন
দত্ত
৩৫) ব্যথার দান – কাজী নজরুল রচিত
গল্প
৩৬) সংশপ্তক কার – শহীদুল্লাহ
কায়সার
৩৭) পর্যালোচনার সন্ধি বিচ্ছেদ –
পরি + আলোচনা
৩৮) অম্বর শব্দের অর্থ – আকাশ
৩৯) নিরানব্বইয়ের ধাক্কা – সঞ্চয়ের
প্রবৃত্তি
৪০) শুদ্ধ বানান – পিপীলিকা
৪১) প্রবচন – পুরোনো চাল ভাতে বাড়ে
৪২) দারিদ্রতা শব্দটি অশুদ্ধ –
প্রত্যয়জনিত কারনে।
বাংলাদেশ ব্যাংক এডি ২০১০, ২০০৯,
২০০৮
১) কোন বানানটি সঠিক – ভদ্রোচিত
২) উনপাঁজুরে শব্দরে অর্থ – দুর্বল
৩) উত্তম পুরুষের উদাঃ – আমি
৪) দিনের আলো ও সন্ধ্যার আঁধারে
মিলন – গোধূলী
৫) যা দীপ্তি পাচ্ছে – দেদীপ্যমান
৬) আকাশ শব্দের সমার্থক নয় –
হিমাংশু
৭) দেশী শব্দ – চাল, চুলা
৮) সন্ধি শব্দের বিপরীত শব্দ – বিয়োগ
৯) কোনটির লিঙ্গান্তর হয় না –
কবিরাজ
১০) সকল সভ্যগণ এখানে উপস্থিত
ছিলেন এর শুব্দ রুপ – সভ্যগণ এখানে
উপস্থিত ছিলেন
১১) বাঁধ্ + অন = বাঁধন কোন শব্দ –
কৃদন্ত শব্দ
১২) ধাতু কয় প্রকার – ৩ প্রকার
১৩) রচনাটির উৎকর্ষতা অনস্বীকার্য
এর শুব্দ রুপ – রচনাটির উৎকর্ষ
অনস্বীকার্য
১৪) দশে মিলে করি কাজ এখানে দশে
– কর্তৃকারকে ৭মী বিভক্তি
১৫) স্বরসংগতির উদাহরন – দেশী>
দিশী
১৬) পাতায় পাতায় পড়ে নিশির শিশির
এখানে পাতায় পাতায় – অধিকরণে
৭মী বিভক্তি
১৭) যে বহু বিষয় জানে – বহুজ্ঞ
১৮) যৌগিক স্বরধ্বনি – ঐ
১৯) সূর্য এর প্রতিশব্দ নয় – হিমকর
২০) কবর কবিতাটি কোন কাব্যের –
রাখালী
২১) আহসান হাবীব এর কাব্যগ্রন্থ –
আশার বসতি, ছায়াহরিণ, সারাদুপুর
২২) যাহা দিলাম তাহা উজাড় করিয়া
দিলাম। – রবীন্দ্রনাথের হৈমন্তী
গল্পের উক্তি
২৩) হাজার বছর ধরে রচনা করেন –
জহির রায়হান
২৪) এখানে তোর দাদির কবর ডালিম
গাছের তলে, তিরিশ বছর ভিজায়ে
রেখেছে দুই নয়নের জলে।
এর পরের লাইন — এতটুকু তারে ঘরে
এনেছিনু সোনার মত মুখ
২৫) তপুকে আবার ফিরে পাবো, একথা
ভুলেও ভাবিনি কোন দিন — জহির
রায়হানের একুশের গল্পের
উক্তি
২৬) রবীন্দ্রনাথ নোবেল পান – ১৯১৩
সালে
২৭) রবীন্দ্রনাথের রচনা নয় – মৃত্যু
ক্ষুধা
২৮) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের
পারিবারিক পদবি – বন্দোপাধ্যায়
২৯) সুকান্ত ভট্টাচার্য মৃত্যুবরন করেন –
২১ বছরে
৩০) রবীন্দ্রনাথের জন্ম – ২৫
বৈশাখ,১২৬৮ বাংলা
৩১) জীবন থেকে নেয়া, স্টপ
জেনোসাইড, লেট দেয়ার বি লাইট –
জহির রায়হানের রচনা
৩২) মহাশশান মহাকাব্য – কায়কোবাদ
রচনা করেন
৩৩) সনেট এর পংক্তি – ১৪ টি
৩৪) বাংলা কাব্যে অমিত্রাক্ষর
ছন্দের প্রবর্তক – মাইকেল মধুসূদন দত্ত
৩৫) পদ্মা নদীর মাঝি যার লেখা –
মানিক বন্দোপাধ্যায়
৩৬) রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য গ্রন্থ
নয় – নৌকাডুবি
৩৭) রাজবন্দীর জবানবন্দী কার –
কাজী নজরুল ইসলাম
৩৮) গগনে গরজে মেঘ, ঘন বরষা পরের
লাইন – কূলে একা বসে আছি, নাহি
ভরসা
৩৯) যা অধ্যয়ন করা হয়েছে – অধীত
৪০) যিনি বক্তৃতা দানে পটু – বাগ্মী
বাংলাদেশ ব্যাংক এডি ২০০৬, ২০০৪
১) কষ্টে অতিক্রম করা যায় যা –
দুরাতিক্রম্য
২) The rose is a fragrant flower এর
বাংলা – গোলাপ সুগন্ধি ফুল
৩) পত্রের গর্ভাংশ বলে – মূল বিষয়কে
৪) কে জানে দেশে সুদিন আসবে
কিনা। বাক্যটি প্রকার করে –
অনশ্চিয়তা
৫) প্রদীপ নিভে গেল। বাক্যটি –
সাধারণ অতীত কালের
৬) আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো
একুশে ফেব্রুয়ারি গানটির রচয়িতা –
আঃ গাফফার চৌধুরী
৭) সংশয় এর বিপরীত – প্রত্যয়
৮) আরোহন এর বিপরীত – অবরোহণ
৯) সূর্য এর প্রতিশব্দ – আদিত্য
১০) জসীমউদদীন রচিত গ্রন্থ – সোজন
বাদিয়ার ঘাট
১১) শুদ্ধ বাক্য – আজ কাল বানানের
ব্যাপারে সব ছাত্রই অমনোযোগী
১২) শুদ্ধ বানান – আলস্য, ঘূর্ণায়মান
১৩) প্রতিশব্দ নয় – আগুন – কর, আনন্দ-
দিপ্তী, বন- সরোজ
১৪) যে সত্য কথা বলে, তাকে সকলে
বিশ্বাস করে এর সরল বাক্য –
সত্যবাদীকে সকলে বিশ্বাস করে
১৫) সঠিক অর্থ সমূহ – হাতের পাঁচ- শেষ
সম্বল, চাঁদের হাট- প্রিয়জন সমাগম,
কাক নিদ্রা- অগভীর
নিদ্রা, শিরে সংক্রান্তি – আসন্ন
বিপদ, একচোখা – পক্ষপাত দুষ্টু
১৬) দুর্দিনের যাত্রী গ্রন্থের রচয়িতা
– কাজী নজরুল ইসলাম
১৭) বিদ্রোহী কবিতাটি কোন কাব্যের
– অগ্নিবীণা
১৮) আবার আসিব ফিরে ধান সিঁড়িটির
তীরে কোন কবির কথা – জীবনন্দ দাশ
১৯) মধ্যযুগের বাংলা সাহিত্যের
শ্রেষ্ঠ কবি – ভারত চন্দ্র
২০) হরতাল – গুজরাটি শব্দ
২১) জাতীয় স্মৃতি সৌধের স্থপতি –
সৈয়দ মঈনুল হোসেন
২২) সোজন বাদিয়ার ঘাট এর রচয়িতা –
জসীম উদদীন
২৩) শরৎচন্দ্রের রচনা নয় – চোখের
বালি
২৪) শুদ্ধ বানান – স্বায়ত্তশাসন
২৫) অপপ্রয়োগের দৃষ্টান্ত – একত্রিত
২৬) শকট শব্দের অর্থ – মাছ
২৭) শেষ লেখা কি জাতীয় রচনা –
কাব্য
২৮) যে বিষয়ে কোন বিবাদ নেই –
অবিসংবাদী
২৯) কাজলা দিদি কি – যতীন্দ্রমোহন
বাগচী রচিত কবিতা
৩০) নীল দর্পন নাটক প্রকাশিত হয় –
ঢাকা থেকে
৩১) মেঘনাদবধ কাব্য প্রকাশিত হয় –
১৮৬১ সালে
৩২) পদ্মাবতী কার রচনা – আলাওল
৩৩) ভানুসিংহ যার ছদ্মনাম –
রবীন্দ্রনাথ ঠাকুর
৩৪) রবীন্দ্রনাথ নোবেল পান – ১৯১৩
সালে
৩৫) বাংলা উপসর্গ – অনা
৩৬) চন্ডীদাস যে যুগের কবি – মধ্যযুগ
৩৭) কলা দেখানো অর্থ – ফাঁকি দেয়া
৩৮) বেগম রোকেয়ার রচনা নয় – পদ্মনী
৩৯) প্রথম বাংলা পত্রিকা – দিকদর্শন
৪০) হাত চালাও মানে – তাড়াতাড়ি
করা
৪১) কোন রচনার জন্য নজরুলের জেল হয়
– আনন্দময়ীর আগমনে
৪২) বঙ্কিম এর বিপরীত –ঋজু
সোনালী ব্যাংক অফিসার, সিনিয়র
অফিসার ২০১৪, ২০১৩
১) অপোগন্ড শব্দের অর্থ –
অপ্রাপ্তবয়স্ক, অপদার্থ
২) বাবা – তুর্কি শব্দ
৩) বাজারে কাটা অর্থ – বিক্রি হওয়া
৪) বীরবল ছদ্মনাম – প্রমথ চৌধুরী
৫) সওগাত শব্দের অর্থ – উপহার
৬) ব্যাঘাত এর বিশেষণ – ব্যাহত
৭) ফুলদানি শব্দের দানি- র ভাষিক
পরিচয়, – শব্দপ্রত্যয়
৮) বাংলা ভাষায় সনেট প্রবর্তন করেন
– মধুসূদন দত্ত
৯) বিলাসী গল্পটি – শরৎচন্দ্রের
১০) সিডর – সিংহলি ভাষার শব্দ
১১) দোহারা শব্দের অর্থ – মোটাও নয়,
রোগাও নয়
১২) অপপ্রয়োগের দৃষ্টান্ত –
নির্ভরশীলতা
১৩) Barren শব্দরে অর্থ – ঊষর
১৪) অশুদ্ধ বানান – মরুদ্যান, আয়ত্ব
১৫) জঙ্গম শব্দের অর্থ – গতিশীল
১৬) পাঞ্জেরী কবিতাটি – ফররুখ
আহমেদ এর
১৭) ক্ষুণ্নিবৃত্তি এর সন্ধিবিচ্ছেদ –
ক্ষুধ+ নিবৃত্তি
১৮) বায়স শব্দের অর্থ – কাক
১৯) নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা –
লাঙ্গল
২০) কবর নাকটটি – মুনীর চৌধুরীর
২১) বাংলা উপন্যাসের জনক – বঙ্কিম
চন্দ্র চট্টোপাধ্যায়
২২) সন্ধি ব্যাকরণের আলোচিত হয় –
ধ্বনিতত্ত্বে
২৩) রাবণের চিতা বাগধারার অর্থ –
চির অশান্তি
২৪) শিখা পত্রিকা কোন সংগঠনের –
মুসলিম সাহিত্য সমাজ
২৫) কমলা কান্তের দপ্তর যে শ্রেণীর
রচনা – প্রবন্ধ
২৬) বিজ্ঞান শব্দের বি উপসর্গের অর্থ
– বিশেষ
২৭) আমার সন্তার যেন থাকে দুধে
ভাতে এই প্রার্থনা – ঈশ্বরী পাটনীর
২৮) দশে মিলে করি কাজ বাক্যে দশে
– কর্তৃকারকে ৭মী বিভক্তি
২৯) নজরুল কারাবরণ করেন –
আনন্দময়ীর আগমনে কবিদার জন্য
৩০) বেগম রোকেয়ার রচনা – মতিচুর,
পদ্মরাগ, অবরোধবাসিনী
৩১) স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে
চায় কার কথা – রঙ্গলাল
বন্দ্যোপাধ্যায়
৩২) বাংলায় টি.এস এলিয়টের কবিতা
প্রথম অনুবাদ করেন – রবীন্দ্রনাথ
ঠাকুর
৩৩) এ সাবানে কাপড় কাচা চলবে না
এখানে সাবানে – করনে ৭মী
৩৪) জানালা শব্দটি – ফারসি শব্দ
৩৫) বাংলা ভাষার প্রথম সাময়িকী –
দিক দর্শন
৩৬) ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে
বাংলা ভাষার উৎপত্তি – গৌড়ীয়
প্রাকৃত থেকে
৩৭) বসন্তকুমারী নাটকের রচয়িতা –
মীর মশাররফ হোসেন
৩৮) বাংলা সাহিত্যে ছন্দের যাদুকর –
সত্যেন্দ্রনাথ দত্ত
৩৯) পড়েছি মোগলের সাথে খানা
খেতে হবে এক সাথে। এর অর্থ –
বিপদে পড়ে কাজ করা।
সোনালী ব্যাংক অফিসার, সিনিয়র
অফিসার ২০১০
১) শুদ্ধ বানান – মুহুর্মুহু
২) যে পুরুষ বাচক শব্দের দুটি স্ত্রী
বাচক শব্দ আছে – ভাই
৩) টীকা ভাষ্য বাগধারাটির অর্থ –
দীর্ঘ আলোচনা
৪) পাথরে পাঁচ কিল বাগধারার অর্থ –
প্রবল সৌভাগ্য
৫) বহুব্রীহি সমাস – দশানন
৬) পানির সমার্থক শব্দ – উদক
৭) কোথাও উন্নত কোথাও অবনত
এককথায় – বন্ধুর
৮) যা লাফিয়ে চলে – প্লবক
৯) বিপদে মোরে রক্ষাকর এ নহে মোর
প্রার্থনা – সরল বাক্য
১০) তার বয়স বাড়লেও বুদ্ধি বাড়েনি –
সরল বাক্য
১১) মঙ্গল কাব্যের কয়টি অংশ থাকে –
৫টি
১২) মধুসূদন দত্ত রচিত পত্রকাব্য –
বীরাঙ্গনা
১৩) রবীন্দ্রনাথ সুভাষ চন্দ্রকে উৎসর্গ
করেন – তাসের দেশ
১৪) ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ
– নীলদর্পন
১৫) চর্যাপদের পদগুলি টীকার মাধ্যমে
ব্যাখা করেন – মুনি দত্ত
১৬) জহির রায়হানের রচনা – আরেক
ফাল্গুন
১৭) নজরুল রচিত নাটক – ঝিলিমিলি
১৮) মুনির চৌধুরী রচিত কবর একটি –
নাটক
১৯) পঞ্চতন্ত্র রচনা করেন – সৈয়দ
মুজতবা আলী
২০) শ্রীকৃষ্ণকীর্তন কাব্য রচনা করেন
– বড়ু চন্ডীদাস
২১) সমুদ্র শব্দের সমার্থক – পাথার
২২) ঐহিক এর বিপরীত শব্দ – পারত্রিক
২৩) নাটিকা কোন অর্থে স্ত্রীবাচক
শব্দ – ক্ষুদ্রার্থে
২৪) দ্বিগু সমাস – চৌরাস্তা
২৫) যার চক্ষুলজ্জা নাই – চশমখোর
২৬) যা অবশ্যই ঘটবে – অবশ্যম্ভাবী
২৭) শুদ্ধ বানান – স্বায়ত্তশাসন
২৮) শুদ্ধ বানান – অগ্নিবীণা
২৯) ধর্মের ষাঁড় বাগধারার অর্থ –
স্বার্থপর
৩০) একচোখা – পক্ষপাত দুষ্টু
৩১) বাংলায় স্বরবর্ণ -১১ টি
৩২) বাংলাদেশের রণসঙ্গীতের
রচয়িতা – নজরুল ইসলাম
৩৩) বিষাদসিন্ধু যাঁর রচনা – মীর
মশাররফ হোসেন
৩৪) চর্যাপদের কবির সংখ্যা – ২৩ জন
৩৫)সাহিত্যে যুগ সন্ধিক্ষণের কবি –
ঈশ্বরচন্দ্র গুপ্ত
৩৬) চর্যাপদ আবিষ্কার করেন –
হরপ্রসাদ শাস্ত্রী
৩৭) মধ্যযুগের কাব্যের একটি ধারা –
মঙ্গল কাব্য
৩৮) মাত্রাহীন বর্ণ – ১০টি
৩৯) রোহিণী চরিত্রটি – কৃষ্ণকান্তের
উইল উপন্যাসের
৪০) আমার সোনার বাংলা কবিতার
প্রথম – ১০ লাইন জাতীয় সঙ্গীত
৪১) ষাট বছর পূর্ণ হওয়ার উৎসব – হীরক
জয়ন্তী
৪২) ভুল সন্ধি বিচ্ছেদ – দু+ লোক=
দ্যুলোক
৪৩) বাবা শব্দটি – তুর্কি
৪৪) হাসি দিয়ে ঘরটিকে ভরিয়ে রাখত
সে। এখানে – দিয়ে হলো – অনুসর্গ
৪৫) বগুড়ার চিনিপাতা দই সুস্বাদু।
বাক্যটির চিনিপাতা – করণ কারক
৪৬) সংবাদপত্র – মধ্যপদলোপী
কর্মধারয় সমাস
৪৭) ভানুমতির খেল মানে –
ভেলকিবাজি
৪৮) সকল ছাত্ররাই যথাসময়ে উপস্থিত
হয়েছে – বচনের ভুল
৪৯) বাংলা গদ্যরীতির জনক –
বিদ্যাসাগর
৫০) ছায়া হরিন যাঁর রচনা – আহসান
হাবীব
৫১) সুসময়ের বন্ধু – বসন্তের কোকিল
৫২) সমুদ্র শব্দের সমার্থক নয় – অদ্রি
৫৩) অশুদ্ধ বানান – ভূল
৫৪) খদ্দর -গুজরাটি শব্দ
৫৫) সঠিক ণ এর ব্যবহার হয়েছে – তৃষ্ণা
শব্দে
৫৬) জাতি+ অভিমান – জাত্যভিমান
৫৭) কোনটি প্রবন্ধ – কালান্তর
৫৮) ক্ষুদ্র অর্থে উপ ক্যবহৃত হয়েছে –
উপসাগর শব্দে
৫৯) কন্যার সমার্থক শব্দ নয় – সহোদরা
৬০) বাহুল্যদোষে দুষ্টু শব্দটি –
অধীনস্থ
৬১) অসমাপ্ত আত্নজীবনীর লেখক –
শেখ মুজিবুর রহমানসরকারি ব্যাংকের
বিগত বছরের ৫০০টি প্রশ্ন উত্তরসহ
১) ভাষার মূল উপাদান – ধ্বনি
২) আভরণ শব্দের অর্থ – অলংকার
৩) মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন
এখানে কিংবা – বিয়োজক অব্যয়
৪) ঢাকের কাঠি বাগধারার অর্থ –
তোষামুদে
৫) বাবুর্চি – তুর্কি শব্দ
৬) শুদ্ধ বানান – মূর্ধন্য
৭) চীনা শব্দ – চা, চিনি
৮) ভাষায় সর্বনাম ব্যবহারের উদ্দেশ্য
– বিশেষ্যের পুনরাবৃত্তি দূর করা
৯) সন্ধির প্রধান সুবিধা – উচ্চারণে
১০) কর্মভোগ এড়ানো যায় না এখানে
কর্ম অর্থ – কৃতকর্ম
১১) তুমি না বলেছিলে আগামীকাল
আসবে? এখানে না – প্রশ্নবোধক
অর্থে
১২) পাবক শব্দের সমার্থ – অগ্নি
১৩) মৃন্ময়ী যে উপন্যাসের নায়িকা –
সমাপ্তি
১৪) তুমি যাও – অনুজ্ঞা
১৫) সঠিক যে টি – পথের দাবী
( উপন্যাস)
১৬) আত্নঘাতি বাঙালী – নীরদচন্দ্র
চৌধুরীর গ্রন্থ
১৭) চতুরঙ্গ পত্রিকার সম্পাদক – হুমায়ুন
কবির
১৮) রবীন্দ্রনাথের রচনা – চতুরঙ্গ
১৯) আবোল তাবোল কার – সুকুমার রায়
২০) ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা
বিভাগের প্রধান ছিলেন – উইলিয়াম
কেরি
২১) প্রত্যয়গতভাবে শুদ্ধ – উৎকর্ষতা
২২) অমিত্রাক্ষর ছন্দের বৈশিষ্ট্য –
অন্তমিল থাকেনা
২৩) চাঁদ – তদ্ভব শব্দ
২৪) পুণ্যে মতি হোক এখানে পুণ্যে –
বিশেষ্য
২৫) তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি
বাড়েনি – যৌগিক বাক্য
২৬) আনারস, চাবি – পর্তুগিজ শব্দ
২৭) শুদ্ধ বানান – নির্নিমেষ
২৮) বাংলা ভাষায় যতি চিহ্নের
প্রচলন করেন – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
২৯) সংশয় এর বিপরীত শব্দ – প্রত্যয়
৩০) ইহলোকে যা সামান্য নয় – আলোক
সামান্য
৩১) শশী ও কুমুদ চরিত্র দুটি – পুতুল
নাচের ইতিকথার
৩২) ভাষায় সাহিত্যের গাম্ভীর্য ও
আভিজাত্য প্রকাশ পায় – সাধু ভাষায়
৩৩) রাত্রির সমার্থক নয় – বারিদ
৩৪) ব্রজবুলি হলো – মৈথিলি ভাষার
একটি উপভাষা
৩৫) অভিধানে আগে বসবে – চাঁটি
শব্দি
৩৬) গাহি সাম্যের গান, ধরণীর হাতে
দিল যারা আনি ফসলের ফরমান –
নজরুলের সাম্যবাদী কবিতার লাইন
৩৭) অভিনিবেশ শব্দের অর্থ –
মনোযোগ
৩৮) সঠিক বাক্য – আমার কথাই
প্রমাণিত হলো
৩৯) সন্ধ্যায় সূর্য অস্ত যায় – নিত্যবৃত্ত
অতীত
৪০) সাধুরীতির বৈশিষ্ট্য – সর্বনাম ও
ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি
মেনে চলে।
বাংলাদেশ ব্যাংক এডি ২০১৩, ২০১৪
১) ঢাক ঢাক গুড় গুড় বাগধারার অর্থ –
গোপন রাখার প্রয়াস
২) কোনটি পরিচ্ছদ – শিমুল
৩) যৌগিক বিশোষণের উদাঃ –
পন্ডিত জনোচিত উক্তি
৪) প্রত্যয়ান্ত শব্দ – পিপাসা
৫) কোন ত্রয়ীবানান শুদ্ধ – মুমূর্ষু,
সংঘর্ষ, বিমর্ষ
৬) কোনটি অঙ্গ ভূষণ – মেখলা
৭) Transliteration এর পরিভাষা –
প্রতিবর্ণীকরন
৮) শেক্সপীয়রের টেমিং অব দি শ্রু
বাংলা অনুবাদ করেন – মুনীর চৌধুরী
৯) পদাবলীর রচয়িতা – রবীন্দ্রনাথ
ঠাকুর
১০) এক জাতীয় নয় – তনয়
১১) শামসুর রাহমানের গদ্য গন্থ –
স্মৃতির শহর
১২) তুলনাজ্ঞাপক শব্দ – প্রমিত
১৩) লোকটা যে পিছনে লেগেই
রয়েছে, কী বিপদ!! এখানে কী –
বিরক্তি বোঝায়
১৪) বুদ্ধদেব বসু সম্পাদিত পত্রিকা –
কবিতা
১৫) সমার্থক নয় – মরৎ
১৬) The window panes steamed up এর
বাংলা – জানালার কাচ ঝাপসা হয়ে
গেল
১৭) হাসি ও ব্যঙ্গের নজরুল কাব্য –
পুবের হাওয়া
১৮) সমাস গঠিত শব্দ – নরপুঙ্গর ( দ্বন্দ্ব
সমাস)
১৯) যৌবন এর বিপরীত শব্দ – জরা
২০) ছেমড়া শব্দটি – সংস্কৃত
২১) দহন কাল উপন্যাস এর জন্য বাংলা
একাডেমী সাহিত্য পুরস্কার ২০১২ পদক
পান – হরিশংকর
জলদাস
২২) জাফর ইকবালের প্রথম প্রকাশিত
সায়েন্স ফিকশন – কপোট্রনিক সুখ
দুঃখ ( ১৯৭৬)
২৩) চাচা কাহিনীর লেখক – সৈয়দ
মুজতবা আলী
২৪) সোনালী কাবিন কাব্যের রচয়িতা
– আল মাহমুদ
২৫) তোমাকে পাওয়ার জন্য হে
স্বাধীনতা পংক্তিটির রচনা করেন –
শামসুর রাহমান
২৬) শুব্দ বানান – মুমূর্ষু
২৭) যে নারী প্রিয় কথা বলে –
প্রিয়ংবদা
২৮) দশানন কোন সমাস – বহুব্রীহি
২৯) Executive – এর পরিভাষা –
নির্বাহী
৩০) পর্যালোচনা এর সন্ধি বিচ্ছেদ –
পরি + আলোচনা
৩১) মেধাবী শব্দের প্রকৃতি প্রত্যয় –
মেধা + বিণ
৩২) গোঁফ খেজুরে অর্থ – নিতান্ত অলস
৩৩) অন্ধজনে দেহ আলো এখানে
অন্ধজনে কারক বিভক্তি – সম্প্রদানে
৭মী
৩৪) পৃথিবী শব্দের প্রতিশব্দ নয় –
বারি
৩৫) কচ্ছপের কামড় বাগধারার অর্থ –
নাছোড় বান্দা
৩৬) লাঠা লাঠি – বহুব্রীহি সমাস
৩৭) ভুল প্রতিশব্দ – ইচ্ছা-
পরশ্রীকাতরতা
৩৮) ঠাকুরমার ঝুলি কি জাতীয় সংকলন
– রুপকথা
৩৯) সৌম্য এর বিপরীত – উগ্র
৪০) জীবন্মৃত এর ব্যাসবাক্য – জীবিত
থেকেও যে মৃত
বাংলাদেশ ব্যাংক এডি ২০১১, ২০১২
১) আপদ এর বিপরীত শব্দ – সম্পদ
২) ভূত এর বিপরীত শব্দ – ভবিষ্যৎ
৩) শান্ত এর বিপরীত শব্দ – অনন্ত
৪) কৃতঘ্ন এর বিপরীত শব্দ – কৃতজ্ঞ
৫) অশুদ্ধ বাক্য – সর্বদা পরিস্কৃত
থাকিবে
৬) শুদ্ধ বাক্য – তুমি কি ঢাকা যাবে??
৭) শুদ্ধ বাক্য – রহিমা পাগল হয়ে
গেছে
৮) শুদ্ধ বাক্য – বুনো ওল, বাঘা তেতুল
৯) বায়ু শব্দের সমার্থক শব্দ – বাত
১০) চাঁদ এর সমার্থক শব্দ – নিশাপতি
১১) সমুদ্র শব্দের সমার্থক – পাথার
১২) রাজা শব্দের সমার্থক – নরেন্দ্র
১৩) জল শব্দের সমার্থক শব্দ – অম্বু
১৪) কৌমুদির প্রতিশব্দ নয় – নলিনী
১৫) অরুন এর প্রতিশব্দ নয় – বিজলী
১৬) নিকেতন এর প্রতিশব্দ নয় – তোয়
১৭) রামা এর প্রতিশব্দ নয় – সুত
১৮) শিক্ষককে শ্রদ্ধা কর। এখানে
শিক্ষককে – সম্প্রদান ৭ মী বিভক্তি
১৯) পৌরসভা কোন সমাস – ৬ষ্ঠী
তৎপুরুষ সমাস
২০) অর্ক এর প্রতিশব্দ নয় – অনিল
২১) কোনটি সঠিক – আপাদমস্তক
২২) দশানন কোন সমাস – বহুব্রীহি
সমাস
২৩) ভূত এর বিপরীত শব্দ – ভবিষ্যত
২৪) রক্ত করবী – নাটক
২৫) বসুমতী শব্দের সমার্থক – ধরিত্রী
২৬) পরার্থ শব্দের অর্থ – পরোপকার
২৭) যে নারী প্রিয় কথা বলে –
প্রিয়ংবদা
২৮) সাত সাগরের মাঝি কাব্য – ফররুখ
আহমেদ এর
২৯) বৃষ্টি এর সন্ধি বিচ্ছেদ – বৃষ+তি
৩০) রবীন্দ্রনাথের রচনা নয় – বিষের
বাঁশী
৩১) গুরুজনে ভক্তিকর এখানে গুরুজনে –
কর্মকারক
৩২) বনফুল যার ছদ্মনাম – বলাইচাঁদ
মুখোপাধ্যায়
৩৩) surgeon এর পরিভাষা – শল্য
চিকিৎসক
৩৪) হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন
কার কবিতার লাইন – মাইকেল মধুসূদন
দত্ত
৩৫) ব্যথার দান – কাজী নজরুল রচিত
গল্প
৩৬) সংশপ্তক কার – শহীদুল্লাহ
কায়সার
৩৭) পর্যালোচনার সন্ধি বিচ্ছেদ –
পরি + আলোচনা
৩৮) অম্বর শব্দের অর্থ – আকাশ
৩৯) নিরানব্বইয়ের ধাক্কা – সঞ্চয়ের
প্রবৃত্তি
৪০) শুদ্ধ বানান – পিপীলিকা
৪১) প্রবচন – পুরোনো চাল ভাতে বাড়ে
৪২) দারিদ্রতা শব্দটি অশুদ্ধ –
প্রত্যয়জনিত কারনে।
বাংলাদেশ ব্যাংক এডি ২০১০, ২০০৯,
২০০৮
১) কোন বানানটি সঠিক – ভদ্রোচিত
২) উনপাঁজুরে শব্দরে অর্থ – দুর্বল
৩) উত্তম পুরুষের উদাঃ – আমি
৪) দিনের আলো ও সন্ধ্যার আঁধারে
মিলন – গোধূলী
৫) যা দীপ্তি পাচ্ছে – দেদীপ্যমান
৬) আকাশ শব্দের সমার্থক নয় –
হিমাংশু
৭) দেশী শব্দ – চাল, চুলা
৮) সন্ধি শব্দের বিপরীত শব্দ – বিয়োগ
৯) কোনটির লিঙ্গান্তর হয় না –
কবিরাজ
১০) সকল সভ্যগণ এখানে উপস্থিত
ছিলেন এর শুব্দ রুপ – সভ্যগণ এখানে
উপস্থিত ছিলেন
১১) বাঁধ্ + অন = বাঁধন কোন শব্দ –
কৃদন্ত শব্দ
১২) ধাতু কয় প্রকার – ৩ প্রকার
১৩) রচনাটির উৎকর্ষতা অনস্বীকার্য
এর শুব্দ রুপ – রচনাটির উৎকর্ষ
অনস্বীকার্য
১৪) দশে মিলে করি কাজ এখানে দশে
– কর্তৃকারকে ৭মী বিভক্তি
১৫) স্বরসংগতির উদাহরন – দেশী>
দিশী
১৬) পাতায় পাতায় পড়ে নিশির শিশির
এখানে পাতায় পাতায় – অধিকরণে
৭মী বিভক্তি
১৭) যে বহু বিষয় জানে – বহুজ্ঞ
১৮) যৌগিক স্বরধ্বনি – ঐ
১৯) সূর্য এর প্রতিশব্দ নয় – হিমকর
২০) কবর কবিতাটি কোন কাব্যের –
রাখালী
২১) আহসান হাবীব এর কাব্যগ্রন্থ –
আশার বসতি, ছায়াহরিণ, সারাদুপুর
২২) যাহা দিলাম তাহা উজাড় করিয়া
দিলাম। – রবীন্দ্রনাথের হৈমন্তী
গল্পের উক্তি
২৩) হাজার বছর ধরে রচনা করেন –
জহির রায়হান
২৪) এখানে তোর দাদির কবর ডালিম
গাছের তলে, তিরিশ বছর ভিজায়ে
রেখেছে দুই নয়নের জলে।
এর পরের লাইন — এতটুকু তারে ঘরে
এনেছিনু সোনার মত মুখ
২৫) তপুকে আবার ফিরে পাবো, একথা
ভুলেও ভাবিনি কোন দিন — জহির
রায়হানের একুশের গল্পের
উক্তি
২৬) রবীন্দ্রনাথ নোবেল পান – ১৯১৩
সালে
২৭) রবীন্দ্রনাথের রচনা নয় – মৃত্যু
ক্ষুধা
২৮) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের
পারিবারিক পদবি – বন্দোপাধ্যায়
২৯) সুকান্ত ভট্টাচার্য মৃত্যুবরন করেন –
২১ বছরে
৩০) রবীন্দ্রনাথের জন্ম – ২৫
বৈশাখ,১২৬৮ বাংলা
৩১) জীবন থেকে নেয়া, স্টপ
জেনোসাইড, লেট দেয়ার বি লাইট –
জহির রায়হানের রচনা
৩২) মহাশশান মহাকাব্য – কায়কোবাদ
রচনা করেন
৩৩) সনেট এর পংক্তি – ১৪ টি
৩৪) বাংলা কাব্যে অমিত্রাক্ষর
ছন্দের প্রবর্তক – মাইকেল মধুসূদন দত্ত
৩৫) পদ্মা নদীর মাঝি যার লেখা –
মানিক বন্দোপাধ্যায়
৩৬) রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য গ্রন্থ
নয় – নৌকাডুবি
৩৭) রাজবন্দীর জবানবন্দী কার –
কাজী নজরুল ইসলাম
৩৮) গগনে গরজে মেঘ, ঘন বরষা পরের
লাইন – কূলে একা বসে আছি, নাহি
ভরসা
৩৯) যা অধ্যয়ন করা হয়েছে – অধীত
৪০) যিনি বক্তৃতা দানে পটু – বাগ্মী
বাংলাদেশ ব্যাংক এডি ২০০৬, ২০০৪
১) কষ্টে অতিক্রম করা যায় যা –
দুরাতিক্রম্য
২) The rose is a fragrant flower এর
বাংলা – গোলাপ সুগন্ধি ফুল
৩) পত্রের গর্ভাংশ বলে – মূল বিষয়কে
৪) কে জানে দেশে সুদিন আসবে
কিনা। বাক্যটি প্রকার করে –
অনশ্চিয়তা
৫) প্রদীপ নিভে গেল। বাক্যটি –
সাধারণ অতীত কালের
৬) আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো
একুশে ফেব্রুয়ারি গানটির রচয়িতা –
আঃ গাফফার চৌধুরী
৭) সংশয় এর বিপরীত – প্রত্যয়
৮) আরোহন এর বিপরীত – অবরোহণ
৯) সূর্য এর প্রতিশব্দ – আদিত্য
১০) জসীমউদদীন রচিত গ্রন্থ – সোজন
বাদিয়ার ঘাট
১১) শুদ্ধ বাক্য – আজ কাল বানানের
ব্যাপারে সব ছাত্রই অমনোযোগী
১২) শুদ্ধ বানান – আলস্য, ঘূর্ণায়মান
১৩) প্রতিশব্দ নয় – আগুন – কর, আনন্দ-
দিপ্তী, বন- সরোজ
১৪) যে সত্য কথা বলে, তাকে সকলে
বিশ্বাস করে এর সরল বাক্য –
সত্যবাদীকে সকলে বিশ্বাস করে
১৫) সঠিক অর্থ সমূহ – হাতের পাঁচ- শেষ
সম্বল, চাঁদের হাট- প্রিয়জন সমাগম,
কাক নিদ্রা- অগভীর
নিদ্রা, শিরে সংক্রান্তি – আসন্ন
বিপদ, একচোখা – পক্ষপাত দুষ্টু
১৬) দুর্দিনের যাত্রী গ্রন্থের রচয়িতা
– কাজী নজরুল ইসলাম
১৭) বিদ্রোহী কবিতাটি কোন কাব্যের
– অগ্নিবীণা
১৮) আবার আসিব ফিরে ধান সিঁড়িটির
তীরে কোন কবির কথা – জীবনন্দ দাশ
১৯) মধ্যযুগের বাংলা সাহিত্যের
শ্রেষ্ঠ কবি – ভারত চন্দ্র
২০) হরতাল – গুজরাটি শব্দ
২১) জাতীয় স্মৃতি সৌধের স্থপতি –
সৈয়দ মঈনুল হোসেন
২২) সোজন বাদিয়ার ঘাট এর রচয়িতা –
জসীম উদদীন
২৩) শরৎচন্দ্রের রচনা নয় – চোখের
বালি
২৪) শুদ্ধ বানান – স্বায়ত্তশাসন
২৫) অপপ্রয়োগের দৃষ্টান্ত – একত্রিত
২৬) শকট শব্দের অর্থ – মাছ
২৭) শেষ লেখা কি জাতীয় রচনা –
কাব্য
২৮) যে বিষয়ে কোন বিবাদ নেই –
অবিসংবাদী
২৯) কাজলা দিদি কি – যতীন্দ্রমোহন
বাগচী রচিত কবিতা
৩০) নীল দর্পন নাটক প্রকাশিত হয় –
ঢাকা থেকে
৩১) মেঘনাদবধ কাব্য প্রকাশিত হয় –
১৮৬১ সালে
৩২) পদ্মাবতী কার রচনা – আলাওল
৩৩) ভানুসিংহ যার ছদ্মনাম –
রবীন্দ্রনাথ ঠাকুর
৩৪) রবীন্দ্রনাথ নোবেল পান – ১৯১৩
সালে
৩৫) বাংলা উপসর্গ – অনা
৩৬) চন্ডীদাস যে যুগের কবি – মধ্যযুগ
৩৭) কলা দেখানো অর্থ – ফাঁকি দেয়া
৩৮) বেগম রোকেয়ার রচনা নয় – পদ্মনী
৩৯) প্রথম বাংলা পত্রিকা – দিকদর্শন
৪০) হাত চালাও মানে – তাড়াতাড়ি
করা
৪১) কোন রচনার জন্য নজরুলের জেল হয়
– আনন্দময়ীর আগমনে
৪২) বঙ্কিম এর বিপরীত –ঋজু
সোনালী ব্যাংক অফিসার, সিনিয়র
অফিসার ২০১৪, ২০১৩
১) অপোগন্ড শব্দের অর্থ –
অপ্রাপ্তবয়স্ক, অপদার্থ
২) বাবা – তুর্কি শব্দ
৩) বাজারে কাটা অর্থ – বিক্রি হওয়া
৪) বীরবল ছদ্মনাম – প্রমথ চৌধুরী
৫) সওগাত শব্দের অর্থ – উপহার
৬) ব্যাঘাত এর বিশেষণ – ব্যাহত
৭) ফুলদানি শব্দের দানি- র ভাষিক
পরিচয়, – শব্দপ্রত্যয়
৮) বাংলা ভাষায় সনেট প্রবর্তন করেন
– মধুসূদন দত্ত
৯) বিলাসী গল্পটি – শরৎচন্দ্রের
১০) সিডর – সিংহলি ভাষার শব্দ
১১) দোহারা শব্দের অর্থ – মোটাও নয়,
রোগাও নয়
১২) অপপ্রয়োগের দৃষ্টান্ত –
নির্ভরশীলতা
১৩) Barren শব্দরে অর্থ – ঊষর
১৪) অশুদ্ধ বানান – মরুদ্যান, আয়ত্ব
১৫) জঙ্গম শব্দের অর্থ – গতিশীল
১৬) পাঞ্জেরী কবিতাটি – ফররুখ
আহমেদ এর
১৭) ক্ষুণ্নিবৃত্তি এর সন্ধিবিচ্ছেদ –
ক্ষুধ+ নিবৃত্তি
১৮) বায়স শব্দের অর্থ – কাক
১৯) নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা –
লাঙ্গল
২০) কবর নাকটটি – মুনীর চৌধুরীর
২১) বাংলা উপন্যাসের জনক – বঙ্কিম
চন্দ্র চট্টোপাধ্যায়
২২) সন্ধি ব্যাকরণের আলোচিত হয় –
ধ্বনিতত্ত্বে
২৩) রাবণের চিতা বাগধারার অর্থ –
চির অশান্তি
২৪) শিখা পত্রিকা কোন সংগঠনের –
মুসলিম সাহিত্য সমাজ
২৫) কমলা কান্তের দপ্তর যে শ্রেণীর
রচনা – প্রবন্ধ
২৬) বিজ্ঞান শব্দের বি উপসর্গের অর্থ
– বিশেষ
২৭) আমার সন্তার যেন থাকে দুধে
ভাতে এই প্রার্থনা – ঈশ্বরী পাটনীর
২৮) দশে মিলে করি কাজ বাক্যে দশে
– কর্তৃকারকে ৭মী বিভক্তি
২৯) নজরুল কারাবরণ করেন –
আনন্দময়ীর আগমনে কবিদার জন্য
৩০) বেগম রোকেয়ার রচনা – মতিচুর,
পদ্মরাগ, অবরোধবাসিনী
৩১) স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে
চায় কার কথা – রঙ্গলাল
বন্দ্যোপাধ্যায়
৩২) বাংলায় টি.এস এলিয়টের কবিতা
প্রথম অনুবাদ করেন – রবীন্দ্রনাথ
ঠাকুর
৩৩) এ সাবানে কাপড় কাচা চলবে না
এখানে সাবানে – করনে ৭মী
৩৪) জানালা শব্দটি – ফারসি শব্দ
৩৫) বাংলা ভাষার প্রথম সাময়িকী –
দিক দর্শন
৩৬) ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে
বাংলা ভাষার উৎপত্তি – গৌড়ীয়
প্রাকৃত থেকে
৩৭) বসন্তকুমারী নাটকের রচয়িতা –
মীর মশাররফ হোসেন
৩৮) বাংলা সাহিত্যে ছন্দের যাদুকর –
সত্যেন্দ্রনাথ দত্ত
৩৯) পড়েছি মোগলের সাথে খানা
খেতে হবে এক সাথে। এর অর্থ –
বিপদে পড়ে কাজ করা।
সোনালী ব্যাংক অফিসার, সিনিয়র
অফিসার ২০১০
১) শুদ্ধ বানান – মুহুর্মুহু
২) যে পুরুষ বাচক শব্দের দুটি স্ত্রী
বাচক শব্দ আছে – ভাই
৩) টীকা ভাষ্য বাগধারাটির অর্থ –
দীর্ঘ আলোচনা
৪) পাথরে পাঁচ কিল বাগধারার অর্থ –
প্রবল সৌভাগ্যসরকারি ব্যাংকের বিগত বছরের