ধরন: Horror
তিনজন ছিঁচকে চোর বড় ধরনের দাঁও মারার উদ্দেশ্যে তাদের পরবর্তী টার্গেট ঠিক করে এক বুড়ো সৈনিকের বাড়িকে, যে কীনা ইরাকে বোমার স্প্লিন্টারের আঘাতে তার দৃষ্টিশক্তি হারিয়েছে। কারণ তারা জানতে পেরেছে সেই লোকের মেয়েকে গাড়ি দুর্ঘটনায় মেতে ফেলার পর অপরাধীর পরিবার তার সাথে ছয় অংকের চুক্তিতে ঘটনাটা ধামাচাপা দিয়েছে, আর সেই টাকা তার বাড়িতেই আছে।
এইক্ষেত্রে দর্শক হিসেবে আমাদের কার পক্ষ নেওয়া উচিত? When a stranger calls(1979) অনুযায়ী অবশ্যই অসহায় অন্ধ বুড়ো লোকটার? পরিচালকও যদি তাই ভেবে থাকেন তাহলে ঘটনাগুলো তিন চোরের পয়েন্ট অফ ভিউ থেকে দেখানো হয়েছে কেন? মুভি দেখলে জবাব পেয়ে যাবেন।
গেলো বছরের অন্যতম সেরা হরর/ থ্রিলার মুভি ( আমার মতে সেরা)। নামকরণ সার্থক, মুভির বেশিরভাগ দৃশ্যেই দম বন্ধ হয়ে আসে। হরর মুভির প্রধান আকর্ষণের একটা হল ব্যাকগ্রাউন্ড স্কোর, যা এই মুভিতে এক্কেবারে নিখুঁত। ৮৮ মিনিটের মুভি হওয়া সত্ত্বেও পুরো মুভিতে সেইরকম কোন রক্তারক্তির দৃশ্য নেই, যা হরর মুভির জন্য একটা দৃষ্টান্ত।
0 comments:
Post a Comment