Thursday, March 30, 2017
Monday, March 27, 2017
Sunday, March 26, 2017
āϝেāĻাāύে āϏেāĻাāύে āϏেāϞāĻĢি āϤোāϞাāϰ āĻĒ্āϰāĻŦāĻŖāϤা āĻŦিāĻĒāĻ্āĻāύāĻ āĻ āĻŽৃāϤ্āϝুāϰ āĻাāϰāĻŖ āĻšāϤে āĻĒাāϰে āϏেāĻা āĻāĻŦাāϰāĻ āĻĒ্āϰāĻŽাāĻŖ āĻšāϞো।
Saturday, March 25, 2017
āĻāĻ āĻাāϤীā§ āĻāĻŖāĻšāϤ্āϝা āĻĻিāĻŦāϏ
আজ ভয়াল ২৫ মার্চ, জাতীয় গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিন মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পূর্বপরিকল্পিত অপারেশন সার্চলাইটের নীলনকশা অনুযায়ী আন্দোলনরত বাঙালিদের কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেওয়ার ঘৃণ্য লক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারা দেশে নিরস্ত্র বাঙালির ওপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়ে। শুরু করে ইতিহাসের সবচেয়ে বর্বরোচিত ও নিকৃষ্টতম গণহত্যা।
একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার দিনটি জাতীয়ভাবে স্বীকৃতি দিয়ে দিবসটি এবারই প্রথমবারের মতো জাতীয় গণহত্যা দিবস হিসেবে পালিত হবে। বার্তা সংস্থা বাসস জানিয়েছে, মধ্যরাত থেকেই নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালিত হবে।
গত ১১ মার্চ জাতীয় সংসদে ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস পালনের প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয়। অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী গণহত্যাকে সংজ্ঞায়িত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিন সংসদে বলেন, ‘জাতিসংঘ ১৯৪৮ সালের ৯ ডিসেম্বর ‘জেনোসাইড কনভেনশন’ গ্রহণ করে। ২০১৫ সালের ৯ ডিসেম্বরকে ‘জেনোসাইড ডে’ হিসেবে ঘোষণা দেয়। কাজেই আমাদের কাছে সেই সুযোগ রয়েছে, জাতিসংঘের কনভেনশন অনুযায়ী আমরা ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে গ্রহণ করতে পারি।’
সংসদ কার্যপ্রণালি-বিধির ১৪৭ বিধিতে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) শিরীন আখতারের আনা প্রস্তাবের ওপর সাধারণ আলোচনা শেষে সংসদে তা সর্বসম্মতভাবে গ্রহণ করা হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ প্রস্তাবটি অনুমোদনের জন্য প্রস্তাব করলে সংসদ তা পাস করে। পরে ২০ মার্চ অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২৫ মার্চকে ‘গণহত্যা দিবস’ ঘোষণা এবং জাতীয় ও আন্তর্জাতিকভাবে দিবসটি পালনের প্রস্তাব অনুমোদন করা হয়। দিবসটিকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবসে অন্তর্ভুক্তির প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন করা হয়।
এদিকে ৯ ডিসেম্বরের পরিবর্তের ২৫ মার্চকে ‘আন্তর্জাতিক গণহত্যা দিবস’ হিসেবে স্বীকৃতি আদায়ের জন্য সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় ২৫ মার্চ কালরাতের তথ্য-উপাত্ত জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন দেশে পাঠানোর উদ্যোগ নিয়েছে বলে বাসসকে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
এ ছাড়া গণহত্যা দিবসের তথ্য নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তর এবং জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বাংলাদেশের মিশনগুলো যাতে দিবসটি বিশেষভাবে পালন করতে পারে, সে জন্য মিশনগুলোতে তথ্য-উপাত্ত পাঠানো হয়েছে।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ‘২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ পালনের সিদ্ধান্ত দেশ ও জাতির ইতিহাসে এক ঐতিহাসিক মাইলফলক।’ তিনি বলেন, ‘গণহত্যা দিবস’ বাংলাদেশের মুক্তিসংগ্রামে ৩০ লাখ বাঙালির আত্মত্যাগের মহান স্বীকৃতির পাশাপাশি তৎকালীন পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর গণহত্যার বিরুদ্ধেও চরম প্রতিবাদের প্রতীক।’
আবদুল হামিদ বলেন, ‘নানা ষড়যন্ত্র করেও বাঙালির মুক্তিসংগ্রামকে প্রতিহত করতে না পেরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ বাঙালিদের নিশ্চিহ্ন করতেই ২৫ মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানি হানাদাররা এ দেশের গণমানুষের ওপর নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছিল। তাদের জঘন্য এ হত্যাযজ্ঞে হাত মিলিয়েছিল তাদের দোসর কুখ্যাত যুদ্ধাপরাধী রাজাকার-আলবদর-আলশামস বাহিনী।’
রাষ্ট্রপতি বলেন, ‘বাঙালি জাতিকে চিরতরে স্তব্ধ করে দিতে ১৯৭১ সালের ২৫ মার্চ অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তৎকালীন পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর নির্বিচারে যে গণহত্যা চালিয়েছিল, তা বিশ্বের সকল গণমাধ্যমেই গুরুত্বের সঙ্গে স্থান পেয়েছিল। হত্যা-নিপীড়নের ভয়াবহতায় এক কোটি বাঙালি আশ্রয় নিয়েছিল প্রতিবেশী দেশ ভারতে।’ তিনি বলেন, ‘আমাদের পাশে দাঁড়িয়ে ভারতের অনেক সেনা মুক্তিযুদ্ধে তাঁদের জীবন উৎসর্গ করেছিলেন। আমরা তাঁদের পরম শ্রদ্ধায় স্মরণ করি।’
দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১৯৭১ সালের ২৫ মার্চ বাংলাদেশে সংঘটিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে তাঁর সরকার সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করেছে। তিনি বলেন, ২৫ মার্চকে ‘গণহত্যা দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত প্রকৃত অর্থে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ শহীদের আত্মাহুতির প্রতি জাতির চিরন্তন শ্রদ্ধার স্মারক এবং পাকিস্তানি হানাদার বাহিনীর নারকীয় হত্যাকাণ্ডের সাক্ষ্য হিসেবে বিবেচিত হবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৪৭ সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই পশ্চিম পাকিস্তানিরা বাঙালিদের সঙ্গে বিমাতাসুলভ আচরণ শুরু করে। অর্থনৈতিক শোষণ ছাড়াও তারা ‘আমাদের’ ভাষা ও সংস্কৃতির ওপর আঘাত হানে। উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার উদ্যোগ নেয়।’
বাণীতে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ‘পাকিস্তানিদের এসব অন্যায়ের বিরুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম রুখে দাঁড়ান। তাঁর
http://m.ntvbd.com/bangladesh/120065/%E0%A6%86%E0%A6%9C-%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%80%E0%A6%AF%E0%A6%BC-%E0%A6%97%E0%A6%A3%E0%A6%B9%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%B8
āĻāĻ্āĻি āĻāϏ্āϤাāύাā§ āĻ āĻিāϝাāύ āĻāϞāĻে
প্রকাশ : ২৫ মার্চ ২০১৭, ০৮:৫৯:৫১
সিলেট নগরীর দক্ষিণ সুরমা থানার শিববাড়ি এলাকার জঙ্গি আস্তানা 'আতিয়া মহলে' আইনশৃংখলা বাহিনীর অভিযান চলছে।
শনিবার সকাল পৌনে ৯টায় সেনা বাহিনীর প্যারা কমান্ডো বাহিনীর নেতৃত্বে এ অভিযান শুরু হয়। ট্যাংকসহ সাজোয়া যান ভবনটির দিকে এগিয়ে যেতে দেখা গেছে।
এই অভিযানের নাম দেয়া হয়েছে 'স্প্রিং রেইন' বা বসন্তের বৃষ্টি। প্যারা কমান্ডো দলের সঙ্গে অভিযানে আছে সোয়াত ও কাউন্টার টেরোরিজম ইউনিট।
চূড়ান্ত অভিযানের আগে সকাল ৭টার দিকে জঙ্গি আস্তানার আশপাশ থেকে লোকজনকে এক কিলোমিটার দূরে সরে যেতে মাইকিং করে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। আর ভবনটির গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এর আগে জঙ্গি আস্তানার সন্ধান পেয়ে শুক্রবার ভোর ৫টা থেকে 'আতিয়া মহল' নামের পাঁচতলা ভবনটি ঘিরে রাখে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। বাড়িটির প্রধান ফটকে তালা লাগিয়ে দেয়া হয়।
আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর ধারণা, ওই বাড়ির নিচতলায় অবস্থান করছেন নব্য জেএমবির শীর্ষ নেতা মুসাসহ চার জঙ্গি।
শুক্রবার দিনভর পুলিশ জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানালে তারা গ্রেনেড ছুড়ে মারে। জবাবে পুলিশও গুলি ছোড়ে।
জানা গেছে, ওই বাড়িটিতে অবরুদ্ধ হয়ে পড়েছেন একজন পুলিশ কর্মকর্তার স্ত্রী-সন্তানসহ ১৬টি পরিবার।
সিলেট নগরীর দক্ষিণ সুরমা থানার শিববাড়ি এলাকার জঙ্গি আস্তানা 'আতিয়া মহলে' আইনশৃংখলা বাহিনীর অভিযান চলছে।
শনিবার সকাল পৌনে ৯টায় সেনা বাহিনীর প্যারা কমান্ডো বাহিনীর নেতৃত্বে এ অভিযান শুরু হয়। ট্যাংকসহ সাজোয়া যান ভবনটির দিকে এগিয়ে যেতে দেখা গেছে।
এই অভিযানের নাম দেয়া হয়েছে 'স্প্রিং রেইন' বা বসন্তের বৃষ্টি। প্যারা কমান্ডো দলের সঙ্গে অভিযানে আছে সোয়াত ও কাউন্টার টেরোরিজম ইউনিট।
চূড়ান্ত অভিযানের আগে সকাল ৭টার দিকে জঙ্গি আস্তানার আশপাশ থেকে লোকজনকে এক কিলোমিটার দূরে সরে যেতে মাইকিং করে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। আর ভবনটির গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এর আগে জঙ্গি আস্তানার সন্ধান পেয়ে শুক্রবার ভোর ৫টা থেকে 'আতিয়া মহল' নামের পাঁচতলা ভবনটি ঘিরে রাখে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। বাড়িটির প্রধান ফটকে তালা লাগিয়ে দেয়া হয়।
আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর ধারণা, ওই বাড়ির নিচতলায় অবস্থান করছেন নব্য জেএমবির শীর্ষ নেতা মুসাসহ চার জঙ্গি।
শুক্রবার দিনভর পুলিশ জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানালে তারা গ্রেনেড ছুড়ে মারে। জবাবে পুলিশও গুলি ছোড়ে।
জানা গেছে, ওই বাড়িটিতে অবরুদ্ধ হয়ে পড়েছেন একজন পুলিশ কর্মকর্তার স্ত্রী-সন্তানসহ ১৬টি পরিবার।
সিলেট নগরীর দক্ষিণ সুরমা থানার শিববাড়ি এলাকার জঙ্গি আস্তানা 'আতিয়া মহলে' আইনশৃংখলা বাহিনীর অভিযান চলছে।
শনিবার সকাল পৌনে ৯টায় সেনা বাহিনীর প্যারা কমান্ডো বাহিনীর নেতৃত্বে এ অভিযান শুরু হয়। ট্যাংকসহ সাজোয়া যান ভবনটির দিকে এগিয়ে যেতে দেখা গেছে।
এই অভিযানের নাম দেয়া হয়েছে 'স্প্রিং রেইন' বা বসন্তের বৃষ্টি। প্যারা কমান্ডো দলের সঙ্গে অভিযানে আছে সোয়াত ও কাউন্টার টেরোরিজম ইউনিট।
চূড়ান্ত অভিযানের আগে সকাল ৭টার দিকে জঙ্গি আস্তানার আশপাশ থেকে লোকজনকে এক কিলোমিটার দূরে সরে যেতে মাইকিং করে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। আর ভবনটির গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এর আগে জঙ্গি আস্তানার সন্ধান পেয়ে শুক্রবার ভোর ৫টা থেকে 'আতিয়া মহল' নামের পাঁচতলা ভবনটি ঘিরে রাখে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। বাড়িটির প্রধান ফটকে তালা লাগিয়ে দেয়া হয়।
আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর ধারণা, ওই বাড়ির নিচতলায় অবস্থান করছেন নব্য জেএমবির শীর্ষ নেতা মুসাসহ চার জঙ্গি।
শুক্রবার দিনভর পুলিশ জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানালে তারা গ্রেনেড ছুড়ে মারে। জবাবে পুলিশও গুলি ছোড়ে।
জানা গেছে, ওই বাড়িটিতে অবরুদ্ধ হয়ে পড়েছেন একজন পুলিশ কর্মকর্তার স্ত্রী-সন্তানসহ ১৬টি পরিবার।
সিলেট নগরীর দক্ষিণ সুরমা থানার শিববাড়ি এলাকার জঙ্গি আস্তানা 'আতিয়া মহলে' আইনশৃংখলা বাহিনীর অভিযান চলছে।
শনিবার সকাল পৌনে ৯টায় সেনা বাহিনীর প্যারা কমান্ডো বাহিনীর নেতৃত্বে এ অভিযান শুরু হয়। ট্যাংকসহ সাজোয়া যান ভবনটির দিকে এগিয়ে যেতে দেখা গেছে।
এই অভিযানের নাম দেয়া হয়েছে 'স্প্রিং রেইন' বা বসন্তের বৃষ্টি। প্যারা কমান্ডো দলের সঙ্গে অভিযানে আছে সোয়াত ও কাউন্টার টেরোরিজম ইউনিট।
চূড়ান্ত অভিযানের আগে সকাল ৭টার দিকে জঙ্গি আস্তানার আশপাশ থেকে লোকজনকে এক কিলোমিটার দূরে সরে যেতে মাইকিং করে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। আর ভবনটির গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এর আগে জঙ্গি আস্তানার সন্ধান পেয়ে শুক্রবার ভোর ৫টা থেকে 'আতিয়া মহল' নামের পাঁচতলা ভবনটি ঘিরে রাখে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। বাড়িটির প্রধান ফটকে তালা লাগিয়ে দেয়া হয়।
আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর ধারণা, ওই বাড়ির নিচতলায় অবস্থান করছেন নব্য জেএমবির শীর্ষ নেতা মুসাসহ চার জঙ্গি।
শুক্রবার দিনভর পুলিশ জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানালে তারা গ্রেনেড ছুড়ে মারে। জবাবে পুলিশও গুলি ছোড়ে।
জানা গেছে, ওই বাড়িটিতে অবরুদ্ধ হয়ে পড়েছেন একজন পুলিশ কর্মকর্তার স্ত্রী-সন্তানসহ ১৬টি পরিবার।
http://www.jugantor.com/online/country-news/2017/03/25/43036/%E0%A6%9C%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A6%BF-%E0%A6%86%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC-%E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%9A%E0%A6%B2%E0%A6%9B%E0%A7%87
āϏাāϤāĻ্āώীāϰাā§ āϝুāĻŦāϞীāĻ āύেāϤাāϰ āĻŦাā§িāϤে āĻšাāĻŽāϞা, āĻুāϞি
২৫ মার্চ, ২০১৭ ০৮:৪৬
সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাসেল কবিরের বাড়িতে গুলি ও বোমা হামলার ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৪ মার্চ) দিবাগত রাত পৌনে ১১টার দিকে সদর উপজেলার কুচপুকুর গ্রামে এ ঘটনা ঘটে।
যুবলীগ নেতা রাসেল কবির ২০১৩ সালের জামায়াত-শিবিরের হামলায় নিহত আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলামের ছেলে।
রাসেল কবিরের চাচা নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, তার ভাইপো রাসেল বাড়ির উঠানে ছিল। হঠাৎ তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ও সাতটি বোমা ছোড়ে দুর্বৃত্তরা। কিন্তু সে দ্রুত ঘরে চলে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা গণমাধ্যমকে জানান, তিনি খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন।
http://www.kalerkantho.com/online/country-news/2017/03/25/478685
āĻāϰ্āĻেāύ্āĻিāύা āĻŽেāϏিāϰ āĻāĻĒāϰ āύিāϰ্āĻāϰ āύ⧠: āĻŦাāĻāĻা
২৫ মার্চ ২০১৭,শনিবার, ০৭:০৭
আর্জেন্টিনা আর মেসি— বরাবরই সমার্থক। অনুরাগীদের কাছে। আসমানি–সাদা জার্সিতে চিলির বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে গোল করে দলের আশা জিইয়ে রাখলেন মেসি, শুক্রবার ভোরে। হোক না পেনাল্টি থেকে পাওয়া গোল। তবু তার পা ছুঁয়ে বল জ্বালে ঢুকতেই পাগলাপারা হয়ে গিয়েছিল গ্যালারি।
স্বস্তির জয় পাওয়ার পর, সংবাদ সম্মেলনে এসে কোচ বাউজা কিন্তু জানিয়ে গেলেন অন্য কথা। আর্জেন্টিনা কোচের কথায়, ‘আর্জেন্টিনা কিন্তু পুরোপুরি মেসি নির্ভর নয়। আমি সে কথা মানছিও না। হ্যাঁ, ও আজও বেশ ভালো খেলেছে। দলকে জিতিয়েছে। তবে এটা সময় দলের উন্নতি করার। নিজেদের ছাপিয়ে যাওয়ার।’
এই ম্যাচে দলের পারফরমেন্স নিয়ে কী বলবেন? বাউজার কথায়, ‘দল জিতেছে। খুব খুশি। যেমনটা ভেবেছিলাম, তেমনই খেলেছে। চিলির মতো কঠিন দলের বিরুদ্ধে আমরা যেভাবে খেলেছি, তাতে কেউই বলতে পারবে না, আমরা খারাপ খেলেছি।’
http://m.dailynayadiganta.com/detail/news/206604
Friday, March 24, 2017
āĻŦ্āϰেāĻিং_āύিāĻāĻ
#ব্রেকিং_নিউজ
ব্যাংক এশিয়া লিমিটেড ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত
বেতন: ৫৭,৫৩৫/-
Published: 24 March 2017
বিস্তারিত দেখুন: https://goo.gl/yz735U
http://www.smartrena.com/bank-asia-limited-mto-job-circular-2017/
āϰোāĻšিāĻ্āĻাāĻĻেāϰ āĻāĻļ্āϰ⧠āĻĻেāĻā§াāϰ āĻāĻš্āĻŦাāύ āĻাāϞেāĻĻা āĻিā§াāϰ āĻাāϞেāĻĻা āĻিā§াāϰ āĻāĻšāĻŦাāύ।।।
āĻāĻāĻāϏāĻ্āĻে āĻ āύুāĻĒ্āϰāĻŦেāĻļāĻাāϰী āϰোāĻšিāĻ্āĻাāĻĻেāϰ āĻĻেāĻļে āĻĢেāϰাāύোāϰ āĻāĻš্āĻŦাāύ āĻাāύিā§ে āĻাāϞেāĻĻা āĻিā§া āĻŦāϞেāύ, ‘āĻāĻŽি āϏ্āĻĒāώ্āĻ āĻāϰে āĻŦāϞāϤে āĻাāĻ āϝে, āĻেāĻŦāϞ āĻļāϰāĻŖাāϰ্āĻĨীāĻĻেāϰ āĻāĻļ্āϰ⧠āĻ āϏাāĻšাāϝ্āϝ āĻĻেāĻā§াāϰ āĻŽāϧ্āϝে āĻোāύāĻ āϏāĻŽাāϧাāύ āύিāĻšিāϤ āύেāĻ। āϰোāĻšিāĻ্āĻাāϰা āϝেāύ āϏ্āĻĨাā§ীāĻাāĻŦে āĻĻেāĻļে āĻĢিāϰে āĻীāĻŦāύ, āϏāĻŽ্āĻĒāĻĻ, āϏāĻŽ্āĻ্āϰāĻŽেāϰ āĻ āĻāĻŖ্āĻĄ āύিāϰাāĻĒāϤ্āϤা āĻ āĻĒূāϰ্āĻŖ āύাāĻāϰিāĻ āĻ āϧিāĻাāϰ āύিā§ে āύিāĻ āĻŽাāϤৃāĻূāĻŽিāϤে āĻŦāϏāĻŦাāϏ āĻāϰāϤে āĻĒাāϰে, āϏেāĻ āύিāĻļ্āĻā§āϤা āĻŦিāϧাāύāĻāϞ্āĻĒে āĻŦাংāϞাāĻĻেāĻļāϏāĻš āϏংāĻļ্āϞিāώ্āĻ āϰাāώ্āĻ্āϰāĻুāϞোāĻে āĻāύ্āϤāϰ্āĻাāϤিāĻ āĻ āĻ্āĻāύে āĻŦāϞিāώ্āĻ āĻূāĻāύৈāϤিāĻ āĻāĻĻ্āϝোāĻ āύিāϤে āĻšāĻŦে। āĻ āĻŦিāώā§ে āĻŦিāĻļ্āĻŦāϏāĻŽাāĻāĻেāĻ āĻ āĻŦিāϞāĻŽ্āĻŦে āϏāĻ্āϰিā§ āĻšāĻā§াāϰ āĻ āĻāĻিā§ে āĻāϏাāϰ āĻāĻš্āĻŦাāύ āĻাāύাāĻ।
‘āĻŽেāϏি-āϰোāύাāϞāĻĻোāϰ āϏāĻŽā§ে āĻŦ্āϝাāϞāύ āĻĄি’āĻ āϰ āĻেāϤা āĻāĻ িāύ '।।।
āĻāϤ āĻāĻ āĻŦāĻāϰ āĻŦāϰ্āώāϏেāϰাāϰ āĻĒুāϰāϏ্āĻাāϰ āĻাāĻাāĻাāĻি āĻāϰে āύিā§েāĻেāύ āĻŽেāϏি āĻāϰ āϰোāύাāϞāĻĻো। āĻŦাāϰ্āϏেāϞোāύাāϰ āϤাāϰāĻা āĻŽেāϏি āĻেāϤেāύ ā§Ģ āĻŦাāϰ, āϰিā§াāϞেāϰ āϰোāύাāϞāĻĻো ā§Š āĻŦাāϰ।
āĻŽেāϏি-āϰোāύাāϞāĻĻোāϰ āϏāĻ্āĻে āĻāĻŦাāϰ āĻĒুāϰāϏ্āĻাāϰ āĻā§েāϰ āĻĻৌā§ে āĻāĻেāύ āĻāϤāϞেāϤিāĻোāϰ āĻšā§ে āĻ্āϝাāĻŽ্āĻĒিā§āύ্āϏ āϞিāĻ āĻāϰ āĻĢ্āϰাāύ্āϏেāϰ āĻšā§ে āĻāĻāϰোāϰ āĻĢাāĻāύাāϞ āĻেāϞা āĻ্āϰিāĻāĻŽাāύ। āϤāĻŦে āĻāĻ āĻĒুāϰāϏ্āĻাāϰ āĻā§েāϰ āĻŦিāώā§ে āĻুāĻŦ āĻāĻāĻা āĻāĻļাāĻŦাāĻĻী āĻšāϤে āĻĒাāϰāĻেāύ āύা āϤিāύি।
“āĻŦ্āϝাāϞāύ āĻĄি’āĻ āϰ āĻā§ āĻāĻŽাāϰ āĻ āύ্āϝāϤāĻŽ āϞāĻ্āώ্āϝ, āĻিāύ্āϤু āϝāϤāĻĻিāύ āϰোāύাāϞāĻĻো āĻāϰ āĻŽেāϏি āĻĨাāĻāĻে, āϤāϤāĻĻিāύ āĻĒāϰ্āϝāύ্āϤ āĻāĻা āĻāĻ িāύ āĻšāĻŦে।”
āϰোāύাāϞāĻĻোāϰ āĻĒ্āϰāĻļংāϏা āĻāϰে āĻ্āϰিāĻāĻŽাāύ āĻŦāϞেāύ, “ā§§ā§Ļ āĻŦāĻāϰ āĻŦা āĻ āϰāĻāĻŽ āϏāĻŽā§েāϰ āĻŽāϧ্āϝে āĻ্āϰিāϏ্āϤিā§াāύো āϰোāύাāϞāĻĻো āĻĢুāĻāĻŦāϞেāϰ āĻāĻāĻāύ āĻিংāĻŦāĻĻāύ্āϤি āĻšāĻŦে। āϏেāĻ āĻĒāϰ্āϝাā§ে āĻĒৌঁāĻাāϤে āĻāĻ িāύ āĻাāĻ āĻāϰে āϝাāĻā§া āĻāĻŽাāϰ āĻāĻĒāϰ āύিāϰ্āĻāϰ āĻāϰāĻŦে। āĻāύ্āύāϤি āĻāϰāϤে āĻāĻŽি āĻĒ্āϰāϤিāĻĻিāύ āĻাāĻ āĻāϰি।”
āĻāĻŦাāϰ āĻŦ্āϝাāϞāύ āĻĄি’āĻ āϰ āĻā§ে āϰোāύাāϞāĻĻোāĻেāĻ āĻĢেāĻাāϰিāĻ āĻŽাāύāĻেāύ āĻ্āϰিāĻāĻŽাāύ।
“āϰোāύাāϞāĻĻোāϰ āĻĻাāϰুāĻŖ āĻāĻāĻি āĻŽৌāϏুāĻŽ āĻেāĻেāĻে। āϏে āĻ্āϝাāĻŽ্āĻĒিā§āύ্āϏ āϞিāĻ āĻāϰ āĻāĻāϰো ⧍ā§Ļā§§ā§Ŧ āĻিāϤেāĻে। āϏে āĻŦ্āϝাāϞāύ āĻĄি’āĻ āϰ āĻিāϤāϞে āϏেāĻা āϤাāϰ āĻĒ্āϰাāĻĒ্āϝāĻ āĻšāĻŦে।”
“āϤāĻŦে āĻŽেāϏি āϏāĻŦ āϏāĻŽā§ āĻšিāϏেāĻŦেāϰ āĻŽāϧ্āϝে āĻĨাāĻে। āĻŦ্āϝাāϞāύ āĻĄি’āĻ āϰেāϰ āĻāĻĨা āĻāϏāϞে āĻĒ্āϰāϤি āĻŦāĻāϰāĻ āϏে āĻĨাāĻে।”