লিওনেল মেসি আর ক্রিস্তিয়ানো রোনালদোর সময়ে নিজের ব্যালন ডি’অর জেতাকে প্রায় অসম্ভব বলে উল্লেখ করেছেন আতলেতিকো মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড অঁতোয়ান গ্রিজমান।
গত আট বছর বর্ষসেরার পুরস্কার ভাগাভাগি করে নিয়েছেন মেসি আর রোনালদো। বার্সেলোনার তারকা মেসি জেতেন ৫ বার, রিয়ালের রোনালদো ৩ বার।
মেসি-রোনালদোর সঙ্গে এবার পুরস্কার জয়ের দৌড়ে আছেন আতলেতিকোর হয়ে চ্যাম্পিয়ন্স লিগ আর ফ্রান্সের হয়ে ইউরোর ফাইনাল খেলা গ্রিজমান। তবে এই পুরস্কার জয়ের বিষয়ে খুব একটা আশাবাদী হতে পারছেন না তিনি।
“ব্যালন ডি’অর জয় আমার অন্যতম লক্ষ্য, কিন্তু যতদিন রোনালদো আর মেসি থাকছে, ততদিন পর্যন্ত এটা কঠিন হবে।”
রোনালদোর প্রশংসা করে গ্রিজমান বলেন, “১০ বছর বা এ রকম সময়ের মধ্যে ক্রিস্তিয়ানো রোনালদো ফুটবলের একজন কিংবদন্তি হবে। সেই পর্যায়ে পৌঁছাতে কঠিন কাজ করে যাওয়া আমার উপর নির্ভর করবে। উন্নতি করতে আমি প্রতিদিন কাজ করি।”
এবার ব্যালন ডি’অর জয়ে রোনালদোকেই ফেভারিট মানছেন গ্রিজমান।
“রোনালদোর দারুণ একটি মৌসুম কেটেছে। সে চ্যাম্পিয়ন্স লিগ আর ইউরো ২০১৬ জিতেছে। সে ব্যালন ডি’অর জিতলে সেটা তার প্রাপ্যই হবে।”
“তবে মেসি সব সময় হিসেবের মধ্যে থাকে। ব্যালন ডি’অরের কথা আসলে প্রতি বছরই সে থাকে।”
গত আট বছর বর্ষসেরার পুরস্কার ভাগাভাগি করে নিয়েছেন মেসি আর রোনালদো। বার্সেলোনার তারকা মেসি জেতেন ৫ বার, রিয়ালের রোনালদো ৩ বার।
মেসি-রোনালদোর সঙ্গে এবার পুরস্কার জয়ের দৌড়ে আছেন আতলেতিকোর হয়ে চ্যাম্পিয়ন্স লিগ আর ফ্রান্সের হয়ে ইউরোর ফাইনাল খেলা গ্রিজমান। তবে এই পুরস্কার জয়ের বিষয়ে খুব একটা আশাবাদী হতে পারছেন না তিনি।
“ব্যালন ডি’অর জয় আমার অন্যতম লক্ষ্য, কিন্তু যতদিন রোনালদো আর মেসি থাকছে, ততদিন পর্যন্ত এটা কঠিন হবে।”
রোনালদোর প্রশংসা করে গ্রিজমান বলেন, “১০ বছর বা এ রকম সময়ের মধ্যে ক্রিস্তিয়ানো রোনালদো ফুটবলের একজন কিংবদন্তি হবে। সেই পর্যায়ে পৌঁছাতে কঠিন কাজ করে যাওয়া আমার উপর নির্ভর করবে। উন্নতি করতে আমি প্রতিদিন কাজ করি।”
এবার ব্যালন ডি’অর জয়ে রোনালদোকেই ফেভারিট মানছেন গ্রিজমান।
“রোনালদোর দারুণ একটি মৌসুম কেটেছে। সে চ্যাম্পিয়ন্স লিগ আর ইউরো ২০১৬ জিতেছে। সে ব্যালন ডি’অর জিতলে সেটা তার প্রাপ্যই হবে।”
“তবে মেসি সব সময় হিসেবের মধ্যে থাকে। ব্যালন ডি’অরের কথা আসলে প্রতি বছরই সে থাকে।”
0 comments:
Post a Comment